ভারতীয় সীমান্তে দেশের সুরক্ষার কাজে মোতায়েন সেনাকর্মীদের প্রচণ্ড সম্মানের চোখে দেখি আমরা। তাঁদের প্রতি সম্মান প্রদর্শনের কথা মাঝেমধ্যেই শোনা যায়। বলিউড বা টলিউডে সব জায়গাতেই নায়কের রূপে অবতীর্ণ হন জওয়ানরা। সমাজের সর্বস্তরের মানুষও প্রকাশ্যে তাঁদের গুণগান গায়। তবে কিছু কিছু সময় যে দেশের সহ-নাগরিকদের হাতে হেনস্তার স্বীকারও হতে হয় অসমে তার প্রমাণ মিলল। বচসার জেরে এক সেনা আধিকারিক রেস্তরাঁর মধ্যেই ছুরি মেরে খুনের চেষ্টা চালাল একদল দুষ্কৃতী। বর্তমানে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন ওই ব্যক্তি। বিষয়টি প্রকাশ্যে আসার পর উত্তেজনা তৈরি হয়েছে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৪ ডিসেম্বর অসম (Assam) -এর রাজধানী গুয়াহাটি (Guwahati)’র দিসপুর এলাকায় একটি রেস্তরাঁ খেতে গিয়েছিলেন ভারতীয় সেনার এক আধিকারিক। কিছু বিষয় নিয়ে সেখানে থাকা কিছু মানুষের সঙ্গে আচমকা বচসা শুরু হয় তাঁর। এরপরই অভিযুক্তরা ওই সেনাকর্মীর উপর ধারালো ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ এলোপাথাড়ি আঘাত করে বলে অভিযোগ। এর জেরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই আধিকারিক। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় সেনা হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করা হয়। দিসপুর থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু হয়েছে।
দিসপুর থানার পুলিশ সূত্রে খবর, ওই সেনা আধিকারিকের মাথায় দুটো বড় আঘাত লেগেছে, এছাড়া আঘাত লেগেছে পেট ও পায়ে। বর্তমানে সেনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ঠিক কী কারণে এই গন্ডগোল হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদেরও খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করার জন্য চারিদিকে তল্লাশি চালাচ্ছেন পুলিশকর্মীরা।