দীপিকা পাড়ুকোনের পর শ্রদ্ধা কাপুর (Sraddha Kapoor) এনসিবি-তে হাজির হলেন জেরার সম্মুখীন হতে। শনিবার সকালে সমন মেনেই এনসিবি দফতরে হাজিরা হন শক্তি কাপুর কন্যা। এদিন বেলা ১১টা ৪৫মিনিট নাগাদ এনসিবি দফতরে যান শ্রদ্ধা কাপুর। এদিন সকাল ৯টা ৪৫মিনিট নাগাদ মুম্বইয়ের কোলাবার অ্যাপোলো বান্ডার এলাকায় ইভলিন গেস্ট হাউসে পৌঁছেছেন দীপিকা। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। আর সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরকে ডেকে পাঠানো হয়েছে বাল্লার্ড এস্টেটে এনসিবির অফিসে। সেখানে এই দুই অভিনেত্রীকে জেরা করা হবে। সূত্রের খবর, আরও কিছুটা সময় চেয়েছেন সারা আলি খান। সে ব্যাপারে তাঁকে সম্মতি দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শোনা যাচ্ছে হয়তো আজই বেলা সাড়ে বারোটা নাগাদ তিনি আসতে পারেন এনসিবি দফতরে।
হাই প্রোফাইলের কোনও বলিউড সুপারস্টারদের কোনওদিন জেরা করেন নি এনসিবির অফিসাররা। মুম্বইয়ে এনসিবির দফতর এক্সপ্রেস বিল্ডিংয়ের চারপাশ তাই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বিনা অনুমতিতে কারও ঢোকা নিষেধ।
একইসঙ্গে দেশ বিদেশের মিডিয়ার লোকজনের ভিড়। এহেন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে কোনও ঘাটতি রাখতে চাননি এনসিবি কর্তারা।
দীপিকা পাড়ুকোনের (Dipika Padukone) সঙ্গে তাঁর সেক্রেটারিকেও জেরা করা হবে আজ। সূত্রের খবর প্রথমে আলাদাভাবে পরে মুখোমুখি দু’জনকে বসিয়ে জেরা করা হবে। দীপিকার মার্সিডিজ দফতরে ঠিকমতো ঢোকার পর খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এনসিবি কর্তারা। তাঁদের কাছে চ্যালেঞ্জ ছিল কোনও সমস্যা ছাড়াই যেন দীপিকাকে আনা যায়। প্রাথমিক সেই কাজে সফল এনসিবি কর্তারা। এবার দ্বিতীয় পর্যায়ের কাজ। দীপিকার পাশাপাশি সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকেও আজ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। সব মিলিয়ে এনসিবির মুম্বইয়ের দফতর এখন যেন মিনি বলিউড হয়ে উঠেছে।