বলিউডের প্রয়াত জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত দ্রুততার সঙ্গে করে চলেছে সিবিআই (CBI)। বৃহস্পতিবার সকালে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই সৌভিককে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে চলেছে সিবিআইয়ের আধিকারিকরা। ডিআরডিও গেস্ট হাউসে যেখানে রিয়ার ভাইকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই সেখানে উপস্থিত রয়েছেন অভিনেত্রীর বাবা ইন্দ্রজিৎ এবং মা সন্ধ্যা। সিবিআই এখনও পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের রুমমেট সিদ্ধার্থ পিটানি, রাধুনী নীরাজ সিং এবং রজত মেবানিকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে গিয়েছে।সূত্র মারফত জানা গিয়েছে,৮ জুন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ঝগড়া হয় রিয়া চক্রবর্তীর। ওইদিনই আটটি সিডি নষ্ট করে ফেলেন রিয়া। বিষয়টি নিয়ে বারবার সিদ্ধার্থ পিটানিকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। যে তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ারকে ডেকে ওই সিডিগুলো নষ্ট করা হয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।
অন্যদিক, সিদ্ধার্থ পিটানি, ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং রিতেশ সাহাকে আর্থিক জালিয়াতির মামলায় জিজ্ঞাসাবাদ করবে ইডি। সুশান্ত সিং রাজপুতের ব্যাংক একাউন্ট থেকে কত টাকা রিয়া চক্রবর্তী ব্যবহার করেছে এবং প্রয়াত অভিনেতার যে কোম্পানি ছিল তার আর্থিক গতিবিধি নিয়ে তদন্ত করছে ইডি।