মহারাষ্ট্রের পুণে শহরের খ্যাতনামা ফ্যাশন স্ট্রিট মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাতে ক্যাম্প এলাকায় অবস্থিত ফ্যাশন স্ট্রিট মার্কেটে ভয়াবহ আগুন লাগে, আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে ৫০০-রও বেশি দোকান। শুক্রবার রাত এগারোটা নাগাদ ফ্যাশন স্ট্রিট মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকার বহু বাড়ি, কুঁড়েঘর ও ঝুপড়িতে। ফ্যাশন স্ট্রিট মার্কেটে জামাকাপড়, জুতো এবং অন্যান্য সামগ্রী বিক্রির প্রচুর দোকান ছিল। আগুনের লেলিহান শিখায় ৫০০-রও বেশি দোকান পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকারও বেশি।পুলিশ ও দমকল সূত্রের খবর, শুক্রবার রাতে পুণে শহরের ক্যাম্প এলাকায় অবস্থিত ফ্যাশন স্ট্রিট মার্কেটে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন এবং দু’টি জলের ট্যাঙ্কার। পুণে পৌর নিগমের চিফ ফায়ার অফিসার প্রশান্ত রানপিসে জানিয়েছেন, দমকল কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় গভীর রাত ১.০৬ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার ভোররাত পর্যন্ত চলতে থাকে কুলিং প্রসেস। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
মুম্বইয়ে গোডাউনে আগুন, হতাহতের খবর নেইশনিবার সকালেই ভয়াবহ আগুন লাগে মুম্বইয়ের প্রভাবতী এলাকায় অবস্থিত বৈদ্যুতিক তারের একটি গোডাউনে। শনিবার সকাল ৫.৪২ মিনিট নাগাদ বীর সাভারকার রোডে অবস্থিত পাঁচ-তলা গাম্মন হাউসের বেসমেন্টে আগুন লাগে। সেঞ্চুরি বাজারের কাছে প্রভাদেবী এলাকার গাম্মন হাউস বহু বছরের পুরানো। দমকলের ১৫টি ইঞ্জিন দীর্ঘ সময়ের পর আগুন নিয়ন্ত্রণে এনেছে।
2021-03-27