বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর দাবি মানল না রাজ্য। বাড়ল না ট্যাক্সির ভাড়াও। তাই এই ঘোষণার পরে আপাতত বেসরকারি বাস ও মিনিবাস পথে নামার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে বাসমালিক সংগঠনগুলি। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন ‘‘সরকার একতরফা সিদ্ধান্ত নেওয়ায় আমরা হতাশ।’’ প্রায় একই সুরে ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বসু (Pradeepnarayan Basu)বলেন, ‘‘দীর্ঘ লকডাউনে পরিবহণকর্মী এবং বাস মালিকদের অবস্থা বেহাল। নতুন করে ক্ষতি স্বীকার করে পরিষেবা দেওয়া কার্যত মৃত্যুর সমান।’’
একাধিক বেসরকারি বাস ও মিনিবাস সংগঠন ‘চড়া হারে’ ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। কিন্তু শনিবার নবান্নে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘‘সরকারি বাসের ভাড়া বাড়ছে না। বেসরকারি বাসের ক্ষেত্রেও বাড়তি ভাড়া সরকার অনুমোদন করছে না।’’ তিনি জানান, সরকার প্রয়োজনে বাসের সংখ্যা বাড়াবে। এমন ঘোষণার পর বাস মালিকরাও বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে মিনিবাস অপারেটর্স কো অর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক স্বপন ঘোষ বলেন, ‘‘সরকার জ্বালানিতে ভর্তুকি দিক। খরচের বোঝা কিছুটা না-কমলে পরিষেবা দেওয়া মুশকিল।’’