আগামী সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে পুরোদমে চালু হচ্ছে বেসরকারি বাস, মিনি বাস পরিষেবা। সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মিলবে পরিষেবা। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে লকডাউন (Lockdown) ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। যার ফলে মার্চের শেষ সপ্তাহ থেকেই বন্ধ ছিল গণ পরিবহন। প্রায় ২ মাস ব্যাপী ৩ দফায় লকডাউন কাটিয়ে অবশেষে ফের চালু হচ্ছে বেসরকারি বাস, মিনি বাস পরিষেবা।
তবে করোনার প্রকোপে অনেকটাই বাড়ছে ভাড়া। রাজ্য জুড়ে মোট বেসরকারি বাসের সংখ্যা ৪৩ হাজার। জানা গিয়েছে, তার প্রায় ৮০ শতাংশ পথে নামবে। বাসের ন্যূনতম ভাড়া হবে ২৫ টাকা। সর্বাধিক ভাড়া হবে ৫০ টাকা। প্রতি ২ কিলোমিটারে ভাড়া ৫ টাকা হারে বাড়বে। অন্যদিকে রাজ্যে মোট মিনি বাসের সংখ্যা ৩০০০। তার প্রায় সবই পথে নামবে। মিনিবাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে ৩০ টাকা। প্রতি ২ কিলোমিটারে এই ভাড়া ১০ টাকা হারে বাড়বে।