আজ শনিবার রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাঁর দু’টি জনসভা রয়েছে। প্রথমটি দুপুর পৌনে তিনটেয় হুগলির তারকেশ্বরের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত ও হরিপালের বিজেপি প্রার্থী সমীরণ মিত্রের সমর্থনে আজ সভা করবেন প্রধানমন্ত্রী। হুগলির একাধিক বিধানসভা কেন্দ্রকে নিজের প্রচারের আওতায় আনবেন মোদী। পাশেই সিঙ্গুর। সেখানে এ বার বিজেপি প্রার্থী করেছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে বেচারাম মান্নাকে। কঠিন লড়াই সিঙ্গুরে। তার মধ্যে সেখানে কৃষি বনাম শিল্পের দ্বন্দ্ব বহুদিনের। শনিবার নিজের বক্তৃতায় কৃষি ও শিল্প দুইয়ের মেলবন্ধন করতে পারেন মোদী। হুগলিতে আর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র তারকেশ্বর। এ বার সেখানে প্রার্থী রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত। ভোটে দাঁড়ানোর পরে সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। ২০১৯ লোকসভায় তারকেশ্বরে পিছিয়ে ছিল বিজেপি। তাই সেখানে স্বপনকে জেতানো চ্যালেঞ্জ বিজেপি-র কাছে। এ বার চুঁচুড়া থেকে দাঁড়িয়েছেন বিজেপি-র আর এক সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁকেও দেখা যেতে পারে মোদীর সভায়।প্রধানমন্ত্রীর দ্বিতীয় সভা বিকেল ৪টে ২৫ মিনিটে সোনারপুর দক্ষিণে। এই কেন্দ্রে বিজেপি-র তারকা প্রার্থী অঞ্জনা বসু। তাঁর বিরোধী তৃণমূলের তারকা প্রার্থী লাভলি মৈত্র। এই সভায় দক্ষিণ ২৪ পরগনার একাধিক প্রার্থীকেও দেখা যেতে পারে।
2021-04-03