প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) শারীরিক অবস্থা এখনও সঙ্কটেই। বিশেষ কোনও পরিবর্তনই হয়নি, তাই প্রাক্তন রাষ্ট্রপতিকে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিল্লির আর্মি রিসার্চ এন্ড রেফারেল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থায় কোনও।পরিবর্তন আসেনি। তবে হৃদযন্ত্রের কাজ, রক্ত সঞ্চালন ও রক্তচাপ স্থিতিশীল অবস্থায় রয়েছে। ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন তিনি।গত রবিবার রাতে বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন প্রণব। তারপর থেকেই দিল্লির সেনা হাসপাতালে তিনি চিকিৎসাধীন। অস্ত্রোপচারের আগে পরীক্ষা করার পর দেখা যায় তিনি কোভিড-১৯ ভাইরাসেও সংক্রমিত। বাবার শারীরিক অসুস্থতায় ভেঙে।পড়েছেন প্রণব-পুত্র অভিজিৎ। টুইটারে তিনি লিখেছেন, ‘সকলের প্রার্থনায় আমার বাবার হৃদ্যন্ত্রের কাজ, শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল অবস্থায় রয়েছে। সকলের কাছে অনুরোধ, আপনারা প্রার্থনা করুন, আমার বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।’
2020-08-13