লকডাউন (lockdown) ও কারফিউ নিশ্চিত করতে পঞ্জাবের জলন্ধরের রাস্তায় ডিউটি করছিলেন একজন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই)-সহ অন্যান্য পুলিশ কর্মীরা। লকডাউনের মধ্যে প্রাইভেট গাড়ি কেন রাস্তায় বেরিয়েছে, সে জন্য একটি গাড়িকে দাঁড় করিয়ে কথা বলছিলেন পুলিশ কর্মীরা, তখন গাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন এএসআই মূলক রাজ। অভিযোগ, কথা বলার সময় আচমকাই গাড়ি চালিয়ে দেন চালক।
গাড়ির বনেটে আটকে থাকা অবস্থায় এএসআই-কে বেশ কিছুটা দূরে টেনেহিঁচড়ে নিয়ে যায় গাড়িটি।শনিবার সকালের এই ঘটনায় গাড়ির চালক এবং তাঁর বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। জলন্ধরের মিল্ক বার চক এলাকার ঘটনা। কলেজ ছাত্র অমল মেহমি (২০) গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, জলন্ধরের নন-কন্টেনমেন্ট জোনে সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত বেরোনোর অনুমতি রয়েছে।
2020-05-02