সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন হিন্দুস্থান সমাচার সংবাদ সংস্থার সাংবাদিক ওম প্রকাশ সিং। মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে অল ইন্ডিয়া একতা ফাউন্ডেশন-র ডাকা এক সাংবাদিক সম্মেলন চলাকালীন এ ঘটনা ঘটে। এদিন এই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন কলকাতার প্রতিষ্ঠিত সংবাদপত্র এবং বৈদ্যুতিন মাধ্যমের একাধিক সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা। আয়োজক সংস্থা অল ইন্ডিয়া একতা ফাউন্ডেশন-র পক্ষ থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে তাদের বক্তব্য এবং তাদের উদ্দেশ্য বর্ণনা শেষ করার পর প্রশ্নোত্তর পর্বে এই আক্রমণ ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে আয়োজক সংস্থা শাসক দল তৃণমূল কংগ্রেসকে এই নির্বাচনে সমর্থন জানাবে। আয়োজকদের দাবি যেহেতু তারা ধর্মনিরপেক্ষ এবং সেই কারণে ধর্মনিরপেক্ষ দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে তারা সমর্থন জানাচ্ছে। এই ঘটনায় আক্রান্ত সাংবাদিক ওম প্রকাশ সিং অভিযোগ করেন, প্রশ্নোত্তর পর্বে ধর্মনিরপেক্ষ দল হিসাবে শাসক দলকে সমর্থন করার বিষয়ে প্রশ্ন করা হলে কিছুক্ষণের মধ্যে আয়োজক সংস্থার পক্ষে একজন সমর্থক তার ওপর সকলের সামনে হামলা চালায়। প্রশ্ন করার জেরে আয়োজকদের ওই সমর্থক এলোপাতাড়ি ঘুসি মারে। তিনি বলেন, আচমকা এই ঘটনায় তিনি স্তম্ভিত হয়ে পড়েন। এই ঘটনার পর সেখানে থাকা একাধিক সাংবাদিক ও সংবাদকর্মীদের ছুটে আসেন। এমনকি ছুটে আসেন কলকাতা প্রেস ক্লাবের নিরাপত্তাকর্মী ও অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা।এই ঘটনার খবর পেয়ে ময়দান থানার পুলিশ ছুটে আসে। আয়োজক সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আহত সাংবাদিক ওম প্রকাশ সিং। যদিও এই ঘটনার অস্বীকার করে ওই আয়োজক সংস্থার জানিয়েছে আক্রমণকারী ওই সমর্থক তাদের নয়।অন্যদিকে কলকাতা প্রেস ক্লাবের অন্দরে এই ঘটনার নিন্দা করেছে কলকাতা প্রেসক্লাব। প্রেসক্লাবের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই ঘটনার নিন্দা করে তৎক্ষণাৎ সাংবাদিক সম্মেলন বন্ধ করে আয়োজক সংস্থাকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
2021-03-24