ভারতীয় বাহিনীগুলিকে আটকানোর ক্ষমতা কারও নেই। কোনওকিছুই ভারতীয় নিরাপত্তারক্ষীদের দমাতে পারে না। শনিবার অরুণাচল ও অসমের চিন সীমান্তে থাকা ফরওয়ার্ড মিলিটারি বেসগুলি পরিদর্শনের পর এই কথাই বললেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat)।
গত জুন মাসের ১৫ তারিখ পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ হওয়ার পর থেকে চিন ও ভারতের মধ্যে টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান ও নেপালকে ভারতের বিরুদ্ধে উসকে দেওয়ার পাশাপাশি প্রতিটি সীমান্তে সামরিক পরিকাঠামো তৈরি করেছে চিন। ডোকলাম মালভূমির কাছে ভুটানের জায়গা দখল করে গ্রাম তৈরি থেকে অরুণাচল সীমান্তের ওপারে রেললাইন পাতার কাজও সেরেছে। উত্তর-পূর্বের বিভিন্ন জঙ্গি সংগঠনকে হামলা চালানোর জন্য মদত দিচ্ছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শনিবার অরুণাচল ও অসমের চিন সীমান্ত সংলগ্ন ভারতীয় সেনা ঘাঁটিগুলি পরিদর্শন করেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS)। ওই এলাকাগুলিতে নজরদারি চালানো জন্য সেনার তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? শত্রুপক্ষ হামলা চালালে কী ব্যবস্থা নেওয়া হবে? এই বিষয়গুলি খতিয়ে দেখেন তিনি।
পরে এপ্রসঙ্গে বলেন জেনারেল বিপিন রাওয়াত, ‘একমাত্র ভারতীয় জওয়ানরাই এত প্রতিকূলতার মধ্যেও সীমান্ত রক্ষার জন্য নিজেদের সর্বস্ব সঁপে দেন। কর্তব্য পালনের জন্য আর কোনও দেশের সেনা এই ধরনের ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যান না।’
গত বছর এই দিনেই ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ভারতীয় স্থলসেনা, বায়ুসেনা ও নৌসেনার প্রশিক্ষণ ও সমস্ত কিছু দেখভালের জন্য দায়িত্বপ্রাপ্ত এই সেনা আধিকারিকের উপর তিন বাহিনীর মধ্যে সমন্বয়কারীর ভূমিকা পালনের ভারও রয়েছে।