দীর্ঘ সাত বছর পর ফাঁসিতে ঝোলানো হল নির্ভয়া কান্ডের চার আসামীকে। সাত বছর ধরে চলা আইনী জটের গেরো পেরিয়ে আজ অর্থাৎ শুক্রবার ভোর সাড়ে ৫টায় ফাঁসি হল নির্ভয়া কান্ডের চার অপরাধীর। এই প্রথম দিল্লির তিহার জেলে একটি নির্দিষ্ট মামলায় চার অপরাধীর ফাঁসি হল। ভারতের ইতিহাসেও এই ঘটনা নজিরবিহীন। মৃত্যুদন্ডের সাজা কার্যকর করা হল আসামী অক্ষয় ঠাকুর (৩১), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) ও মুকেশ সিংয়ের বিরুদ্ধে। স্বস্তি পেল এতো বছর ধরে আদালতে চক্কর কাটা নির্ভয়ার পরিবার।
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লির ২৩ বছর বয়েসী এক প্যারা মেডিকেল ছাত্রীকে নির্মমভাবে গণধর্ষণ করে রাজ পথে ছুঁড়ে ফেলে দেয় মোট ছয় দুষ্কৃতী। ওই ঘটনায় অভিযুক্ত ৬ জনের মধ্যে একজন নাবালোক বলে সংশোধনাগার থেকে তিন বছর পর ছাড়া পেয়ে যায়। আরেক অভিযুক্ত রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করে। বাকি চারজন আসামীকে মৃত্যুদন্ডে দন্ডিত করে আদালত। ফাঁসি কার্যকর হওয়ার পর নির্ভয়ার মা আশা দেবী বলেন, “নির্ভয়ার মা হিসাবে আমি গর্বিত”।Spread the love