সারদা মামলায় সাপ্লিমেন্টরি চার্জশিট দিল ইডি। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে এই অতিরিক্ত চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। জানা গিয়েছে, ইডি-র এই চার্জশিটে দুই সাংবাদিক কুণাল ঘোষ ও সুমন চট্টোপাধ্যায়ের নাম রয়েছে।
কুণাল ঘোষের একটি কোম্পানি স্ট্র্যাটেজি মিডিয়া ও সুমন চট্টোপাধ্যায়ের দুটি কোম্পানির নাম চার্জশিটে রয়েছে বলে ইডি সূত্রে খবর। প্রসঙ্গত কুণাল ঘোষ সারদা মামলায় দীর্ঘদিন জেলবন্দি ছিলেন। চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিলেন সুমনবাবুও। যদিও দু’জনেই এখন জামনে মুক্ত।
কুণাল পুরোদমে রাজনীতি করলেও সুমনবাবু নিজের পেশায় ফেরেননি। কয়েক মাস আগে এবিভিপির একটি চিন্তন শিবিরে বক্তৃতা করেছিলেন সল্টলেকের একটি হলে।
এদিন ইডি যে অতিরিক্ত চার্জশিট দিয়েছে তা গ্রহণ করেছে আদালত। ইডি-র পক্ষ থেকে চার্জশিটে নাম থাকা ব্যক্তি ও সংস্থাগুলির বিরুদ্ধে বিচার শুরু করার আবেদন জানানো হয়েছে। সেই মতোই আদালতে এ বার শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে। ফলে ঝিমিয়ে পড়া চিটফান্ড তদন্ত ফের নতুন করে গা ঝাড়া দিয়ে শুরু হয় কি না তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
প্রসঙ্গত, ভোটের আগেও আগেও এই মামলায় কুণাল ঘোষ-সহ আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সূত্রে ধরেই এ দিনের চার্জশিট জমা করা হয়েছে। সূত্রের খবর, কুণাল ঘোষ এবং সুমন চট্টোপাধ্য়ায়া কী ভাবে সারদার থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন, সেই তথ্য বিস্তারিতভাবে চার্জশিটে তুলে ধরা হয়েছে। এই সংস্থাগুলি সারদার থেকে কবে কত টাকা নিয়েছিল, সংশ্লিষ্ট ব্যক্তিরাই বা কী সুযোগ-সুবিধা পেয়েছিলেন তারও উল্লেখ রয়েছে বলে খবর।