রহস্যজনক মৃত্যু হল ভোজপুরী অভিনেত্রী অনুপমা পাঠকের (Anupama Pathak)। গত ২ আগস্ট উত্তর মুম্বইয়ের দাহিসার পূর্ব বাসভবনে ‘আত্মঘাতী’ হন অভিনেত্রী অনুপমা, ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় দেহ। অভিনেত্রীর বাসভবন থেকে উদ্ধার করা হয় একটি সুইসাইড নোট। প্রথমে দুর্ঘটনাজনত মৃত্যু মামলা দায়ের করা হলেও, পরে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ নম্বর ধারায় একজন ব্যক্তি ও একটি কোম্পানির বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে।
শুক্রবার কাশ্মীরা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২ আগস্ট ৪০ বছর বয়সী অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে। বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা অনুপমা পাঠক মুম্বইয়ে আসার পর ভোজপুরী ছবি এবং টিভি অনুষ্ঠানে কাজ করছিলেন। আত্মঘাতী হওয়ার একদিন আগেই, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছিলেন অনুপমা। ওই ভিডিও-বার্তায় তিনি বলেছিলেন, ‘কাউকেই বিশ্বাস করতে পারছি না।’
2020-08-07