তিনটি নতুন বার্ষিক ‌‌‌‌‌‌‌‌‌‌রিচার্জ পরিকল্পনা নিয়ে হাজির মুকেশ আম্বানির Jio! দেখে নিন কি কি সুবিধা মিলবে

মুকেশ আম্বানির টেলিকম সংস্থার জিও (Jio) বাজারে আসার পর থেকেই একের পর এক প্ল্যান এনে একচ্ছত্র অধিকার বিস্তার করেছে ইতিমধ্যেই। ‌তবে প্রতিযোগিতায় পিছিয়ে নেই অন্যান্য সংস্থা গুলিও। আর তাই প্রতিপক্ষ সংস্থাগুলিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে এবার ফের একবার বার্ষিক প্ল্যানে airtel, VI দের মাত করতে চলেছে জিও।

দেখে নেওয়া যাক জিও’র আনা তিনটি নতুন বার্ষিক রিচার্জ প্ল্যান (recharge plan) সম্পর্কে-প্রথম বার্ষিক পরিকল্পনাটি‌ ১,০০১ টাকার। এই ডেটা প্ল্যানে পাওয়া যাবে মোট ৪৯ জিবি ডেটা। ব্যবহারকারীরা প্রতিদিন ১৫০ এমবি ডেটা পাবেন। দৈনিক সীমা পার হয়ে গেলে ইন্টারনেট স্পীড কমিয়ে দেওয়া হবে। । অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে সীমাহীন জিও থেকে জিও ভয়েস কল। একই সঙ্গে রয়েছে জিও থেকে নন-জিও ভয়েস কলগুলিতে ১২ হাজার মিনিটের FUP সুবিধাও। এছাড়াও, অন্যান্য জনপ্রিয় প্ল্যানের মতো, ব্যবহারকারীরা প্রতিদিন ১০০ টি এসএমএসের পাশাপাশি জিও অ্যাপ্লিকেশনগুলিতে প্রশংসনীয় সাবস্ক্রিপশন পাবেন।

এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় পরিকল্পনাটি। এটি ১,৩০১ টাকার। যেটি রিচার্জ করলে ব্যাবহারকারীর জন্য থাকছে মোট ডেটা ১৬৪ গিগাবাইট ডেটা। অর্থাৎ প্রতিদিন ৫০০ এমবি ডেটা পাবেন গ্রাহকেরা। এখানেও মিলবে‌ সীমাহীন জিও থেকে জিও ভয়েস কল এবং প্রতিদিন ১০০ এসএমএস এর মতো অন্যান্য সুবিধাগুলিও এর সাথে প্রযোজ্য।

এই বার্ষিক পরিকল্পনাগুলির সর্বশেষ এবং তৃতীয়টি হ’ল ১,৫০১ টাকার। যেখানে ব্যবহারকারীরা প্রতিদিন দেড় জিবি করে মোট ডেটা ৫০৪ জিবি ডেটা পেতে পারেন। নিয়ম মতো প্রতিদিনের দিনের জন্য বরাদ্দ ডেটা ব্যবহারের পরে, ইন্টারনেটের গতি হ্রাস পাবে এবং এই প্ল্যানটিতে অন্য দুটির মতো একই কল, এসএমএস এবং বৈধতার সুবিধা গুলি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.