দীর্ঘ এক বছরেরও বেশি সময় আটক থাকার পর মঙ্গলবার রাতেই মুক্তি পেয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। মুক্তি পাওয়ার পরবর্তী দিন, বুধবার মেহবুবা মুফতির সঙ্গে দেখা করলেন ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লা এবং ন্যাশনাল কনফারেন্স-এর সহ-সভাপতি ওমর আব্দুল্লা। মেহবুবার বাড়িতে বুধবার অনেকটাই সময় কাটিয়েছেন সম্পর্কে বাবা-ছেলে ফারুক ও ওমর।
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর ২০১৯-এর ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা, ওমর আব্দুল্লা এবং মেহবুবা মুফতি-সহ কাশ্মীরের বহু রাজনীতিককে আটক করা হয়েছিল। এ বছরের গোড়াতে ওমর, ফারুক-সহ কয়েক জনকে মুক্তি দেওয়া হলেও মেহবুবাকে গৃহবন্দি করেই রাখা হয়। গত জুলাইয়ে তিন মাসের জন্য মেহবুবার গৃহবন্দির সময়কাল বাড়িয়েছিল প্রশাসন। অবশেষে মঙ্গলবার রাতে মুক্তি পান পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র প্রেসিডেন্ট মেহবুবা মুফতি। এদিন মেহবুবা মুফতির সঙ্গে দেখা করে ফেরার সময় ওমর আব্দুল্লা জানিয়েছেন, ‘১৪.৫ মাস বন্দি থাকার মঙ্গলবার মুক্তি পেয়েছেন মেহবুবা মুফতি। কোনও রাজনৈতিক উদ্দেশ্য নয়, শুধুমাত্র তাঁকে দেখতে এসেছিলাম।’
2020-10-14