যদিও এবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সবুজ সংকেত দিয়েছে ব্রিটেনে থেকে ভারতে বিমান চলাচলের ,যেখানে সে দেশে নতুন বৈশিষ্ট্য নিয়ে করোনা ভাইরাস আগের তুলনায় আরও সংক্রমক ক্ষমতা নিয়ে মাথাচাড়া দিয়েছে।
তবে ইউরোপের নানা দেশ থেকে কলকাতায় উড়ান চলাচল এখন আপাতত বন্ধই রাখা হচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদপত্র এমনটাই জানাচ্ছে। ২০ ডিসেম্বর শেষ উড়ান এসেছিল লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কলকাতায়। তারপর ওই নতুন বৈশিষ্ট্যের ভাইরাস যাতে দেশে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ওই উড়ান চলাচল নিষিদ্ধ করেছিল।
যেহেতু সেখান থেকে ভারতে আসা কিছু যাত্রীর মধ্যে ওই ভাইরাস পাওয়া যায়। তবে আবার ভারত ও ইংল্যান্ডের মধ্যে আংশিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। যুক্তরাজ্য থেকে কলকাতায় আসা শেষ উড়ানে যাত্রীদের মধ্যে দুজনের পরীক্ষা করা হলে একজনের দেহে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস পাওয়া যায়।
এরপর অবশ্য রাজ্যের স্বাস্থ্য এবং কলকাতা পুরসভা ওই উড়ানে আসা অন্যান্য সহ যাত্রীদের খোঁজ শুরু করে করোনা পরীক্ষা করার জন্য। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ভারতের বেশ কিছু জায়গায় থেকে লন্ডনে উড়ান চলাচল চালু হলেও লন্ডন থেকে কলকাতায় উড়ান চলাচল বন্ধ রাখা হয়েছে।
যেমন-দিল্লি ব্যাঙ্গালুরু থেকে লন্ডনে যাওয়ার উড়ান চলাচল শুরু হয়েছে। কলকাতা বিমানবন্দরের অফিসাররা জানিয়েছেন, সেখানে রীতিমতোই মানুষ আসছে আন্তর্জাতিক উড়ান মারফত।
৭ জানুয়ারি কলকাতা বিমানবন্দর ৩০,০০০ যাত্রী এসেছিল ২৫৪টি উড়ানের মাধ্যমে। অন্যদিকে ৬ জানুয়ারি ৩৮,০০০ যাত্রী এসেছিল বিমান বন্দরে। সম্প্রতি দুবাই , বাংলাদেশ দোহা থেকে আসা ১১টি উড়ানে১০৬৫ যাত্রী এসেছে এই বিমানবন্দরে।