দেশে এতদিন পর্যন্ত লকডাউনের পর কেবলমাত্র কিছু নির্দিষ্ট এক্সপ্রেস ট্রেন চলাচল করছিল। কিন্তু এবার, কিছু কিছু লোকাল ট্রেনও চালানো হবে। মুম্বইয়ের জন্য এই নির্দেশিকা জারি হয়েছে।
রবিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে। ট্যুইট করে একথা জানানো হয়েছে। তবে এতে সাধারণ যাত্রীদের ওঠার অনুমতি দেওয়া হবে না। স্টেশনে ভিড় না করার কথাও বলেছে রেল।
১৫ জুন, সোমবার থেকে সব প্রোটোকল ও নিয়ম মেনে ওয়েস্টার্ন রেলওয়ে কয়েকটি লোকাল ট্রেন তবে কেবলমাত্র সরকারের বাছাই করা যাত্রী, যাদের জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তাঁদের যাতায়াতের ব্যবস্থা করা হবে।
ভোর সাড়ে ৫ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ট্রেন চালানো হবে। ১৫ মিনিট অন্তর এই ট্রেন চলবে মুম্বইতে। বেশিরভাগ ট্রেন চলবে চার্চ গেট থেকে ভিরার পর্যন্ত, কয়েকটি চলবে দাহানু রোড পর্যন্ত।
আইডি কার্ড দেখিয়ে যাত্রীদের প্রমাণ করতে হবে যে তারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত।
গত ১ জুন থেকে সোমবার শিয়ালদহ ও হাওড়াসহ দেশের বিভিন্ন স্টেশন থেকে ২০০টি দূরপাল্লার ট্রেন চালু হয়েছে। এর আগে কিছু শ্রমিক স্পেশাল ট্রেন চালু করা হয়৷ তার আগে এসি কামরার বিশেষ ট্রেন চালানো হচ্ছিল৷ তার পাশাপাশি সোমবার থেকে নন-এসি কামরার ট্রেনও চালু হয়।
প্রথম দিনই টিকিট বুক করেন ১ লাখ ৪৫ হাজার মানুষ৷ এইসব ট্রেনে এসি ও নন-এসি কামরা রয়েছে। কিন্তু সব আসনই সংরক্ষণ করতে হচ্ছে। জেনারেল কোচেও বসে যাওয়ার জন্য আসন সংরক্ষণ করতে হয়। কোনও অসংরক্ষিত কোচ নেই।”
গত ১ মে থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্দেশ্যে চালু করা হয় শ্রমিক স্পেশ্যাল ট্রেন। ১২ মে থেকে শুরু হয় বাতানুকূল রেল পরিষেবা।