পশ্চিম বঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা ২০২০। ৭ ম স্থানাধিকারী সম্প্রীতি কুন্ডু ও ১০ ম স্থানাধিকারী তৃষা সরকারকে দেশের মাটি( হুগলি জেলা শাখার) এবং পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২০ সালের প্রথম স্থানাধিকারী শ্রী সৌরদীপ দাসকে দেশের মাটি (উঃ-দঃ-দিনাজপুর জেলা শাখার) পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।উপস্থিত ছিলেন শ্রী রাজবলি পাল মহাশয়। সৌরদীপ দশম শ্রেণি পর্যন্ত রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের ছাত্র হিসাবে পঠনপাঠন করেন,এটা আমাদের খুব গর্বের বিষয়।দেশের মাটির পক্ষ থেকে ঈশ্বরের কাছে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও শুভকামনা করা হয়। মাধ্যমিকে সপ্তম স্থানাধিকারী সম্প্রীতি কুন্ডু শ্রী শ্রী সারদা মনি বালিকা বিদ্যালয়ের ( গোঘাট,হুগলি), ছাত্রী। দশম স্থানাধিকারী তৃষা সরকার ভগবতী বালিকা বিদ্যালয়ের (গোঘাট,হুগলি) ছাত্রী। উপস্থিত ছিলেন সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্য মাননীয় বিজয় রায় মহাশয়,আরামবাগ নগরের মাননীয় দেবাশীষ বেজ মহাশয়, দেশের মাটি হুগলি জেলা শাখার বিশিষ্ট কার্যকর্তা মনোরঞ্জন হাজরা মহাশয়,পঙ্কজ রায় মহাশয়।সম্প্রীতি জানান সে বড়ো হয়ে প্রশাসক হতে চায়, মা গৃহবধূ, বাড়ি বদনগঞ্জ গ্রামীণ এলাকায়, অনেক প্রতিকূলতা তবুও লক্ষ্য স্থির। তৃষা জানান, সে এখন মন দিয়ে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চায় বাবার স্কুলে গোঘাট হাই স্কুলে। দুই কৃতি ছাত্রী ও কৃতি ছাত্র সৌরদীপ তাদের মা,বাবার বিশেষ অবদান স্বীকার করেন সেই সঙ্গে বিদ্যামন্দিরের অবদান স্বীকার করেন।দেশের মাটির পক্ষ থেকে ঈশ্বরের কাছে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও শুভকামনা করা হয় যেন ভারতীয় সংস্কৃতি পরম্পরায় ভালো মানুষ হতে পারে।
2020-09-02