কাজাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী লেফটেনেন্ট জেনারেল নুরলান ইয়ার মকায়াভ বুধবার তিনদিনের সফরে ভারতে আসবেন। তিনি এখানে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আগামী ৯ এপ্রিল দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কাজাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি পুনর্বহাল হওয়ার পর এটা তাঁর প্রথম ভারত সফর।কাজাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আজ বুধবার যোধপুরে আসার কর্মসূচি রয়েছে। এরপর তিনি জয়সলমীর, নয়াদিল্লি এবং আগ্রার সফরে যাবেন। এই সময়ের মধ্যে তিনি প্রতিরক্ষা বিষয়ক বৈঠকেও বসবেন বলে জানা গিয়েছে। লেফটেনেন্ট মকায়াভ আগামী ৯ এপ্রিল নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর আগে দুই মন্ত্রীর শেষবারের দেখা হয়েছিল গত বছর ৫ সেপ্টেম্বর, সাংহাইয়ে প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে। ওই সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি ভারত সফরে আসছেন।
2021-04-07