গেমপ্রেমীদের জন্য ফের নতুনরূপে ফিরছে ইন্ডিয়ান PUBG, কিন্তু ইউজাররা কী তাদের পুরনো অ্যাকাউন্ট ফিরে পাবে?

আরও সুরক্ষা পদ্ধতি বাড়িয়ে দেশের বাজারে যে ফের পাবজি ফিরছে, এ খবর আগেই রটেছিল। এবার সেই অনলাইন গেমের টিজার প্রকাশ্যে আনল একটি দক্ষিণ কোরিয়ার সংস্থা। কিন্তু নতুন করে ফিরে আসা এই গেমের ব্যাটেলগ্রাউন্ড কেমন হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনও ধারণা মেলেনি। এই গেম নিষিদ্ধ হওয়ার পর তা ভারতীয়দের ভাবাবেগকে কীভাবে আঘাত করেছিল বা এই অনলাইন গেমকে সকলে ঠিক কতটা মিস করেছে, সেসবই তুলে ধরা হয়েছে নতুন টিজারের মাধ্যমে।

নতুন রূপে পাবজি ফেরার খবর চাউর হতে গেমপ্রেমীরা যতটা খুশি হয়েছিলেন, ততটাই আবার চিন্তায়ও পড়ে গিয়েছিলেন। তারা তাদের পুরনো পাবজি অ্যাকাউন্ট ফিরে পাবেন কী না, নাকি নতুন করে আবার প্রথম থেকে খেলা শুরু করতে হবে, এসব নিয়ে ধন্ধ ছিল প্রথম থেকেই। এবার সেইসব প্রশ্নেরও জবাব মিলল।

অনলাইন গেম ও আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে এমন এক সংগঠন ইনসাইডার রিপোর্টের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ভারতীয় পাবজি ইউজাররা নিজেদের পুরনো অ্যাকাউন্ট ফিরে পাবেন। এর ফলে তাদের পুরনো পাবজি স্কিন ও পুরনো অ্যাপ-টূল সবই ফেরত পাওয়া যাবে। দক্ষিন কোরিয়ার ওই সংস্থা জানিয়েছে, ভারতের জন্য একেবারে নতুন ধাঁচে ফিরিয়ে আনা হচ্ছে ইন্ডিয়ান পাবজি। তবে গ্লোবাল ভার্সান থেকে অ্যাপ-টুল কেনা বা আপডেট করতে পারবেন না ইউজাররা, এমনই ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। এবার এই অনলাইন গেমে রীতিমতো নিজের টাকা খরচা করে অ্যাপ-টুল কিনতে হবে।

https://www.instagram.com/explore/tags/PUBGMOBILEINDIA/?utm_source=ig_embed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.