প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ শনিবার উত্তর প্রদেশের দুটি জেলার সফরে আছেন। প্রথমে তিনি প্রয়াগরাজে (Prayagraj) পৌঁছেছেন। প্রয়াগরাজের প্যারেড ময়দানে সামাজিক আধিকারিতা শিবিরের অন্তর্গত আয়োজিত অনুষ্ঠানে তিনি ২৬ হাজার ৭৯১ দিব্যাঙ্গ আর প্রবীণ নাগরিকদের মধ্যে ৫৬ হাজার উপকরণ বিতরণ করবেন। এরপর দুপুর ১ঃ১০ এ তিনি চিত্রকূট যাবেন। চিত্রকূটে বুন্দেলখন্ড এক্সপ্রেসের শিলন্যাসের সাথে সাথে তিনি ১০ হাজার কৃষক উৎপাদক সংগঠনের শুভারম্ভ করবেন। ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর দুই জেলায় এটাই প্রধানমন্ত্রী মোদীর প্রথম সফর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজে পৌঁছানর সাথে সাথে বোমরৌলি এয়ারপোর্টে ওনাকে স্বাগত জানানর জন্য উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দি বেন প্যাটেল আর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Aditynath) পৌঁছান। বিমানবন্দর থেকে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ হেলিকপ্টারের মাধ্যমে সভাস্থলে পৌঁছান।
অনুষ্ঠানে ৮৪৭ টি মোটর ট্রাইসাইকেল, ৩৯৪৯ টি ট্রাইসাইকেল, ৩৭২৫ টি হুইলচেয়ার, ১৫ হাজার ১০৩ টি ওয়াকিং স্টিক, ১৭৩৫ টি ট্রাইপড, ৫৮১৬ টি চশমা, স্মার্ট ফোন, টেবলেট, কানের ম্যাশিন, কৃত্রিম হাত সমেত অনেক সামগ্রীই দিব্যাঙ্গ আর প্রবীণ নাগরিকদের মধ্যেই বিলি করা হবে।
এই অনুষ্ঠানের মাধ্যমে ছয়টি বিশ্ব রেকর্ড তৈরি হবে। এর আগে প্রয়াগরাজে কুম্ভ মেলার সময় এক সাথে সবথেকে বেশি শাটল বাসের সঞ্চালন, স্বচ্ছতা আর পেন্টিং এর জন্য বিশ্ব রেকর্ড তৈরি হয়েছিল। বিশ্ব রেকর্ডকে প্রমাণ করার জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের টিম শুক্রবারই প্রয়াগরাজে পৌঁছে যায়।