শোকের ছায়া বলিউডে। প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা রঞ্জিত চৌধুরী (Ranjit Chowdhury)। ‘খাট্টামিট্টা‘ ও ‘বাতো বাতো মে’ ছবির অভিনেতা রঞ্জিত চৌধুরী (Ranjit Chowdhury) প্রয়াত হয়েছেন বুধবার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। থিয়েটার অভিনেত্রী ডলি ঠাকোরে জানিয়েছেন, ডেন্টাল চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন অভিনেতা রঞ্জিত। লকডাউনের কারণে নিউইয়র্কে আর ফিরতে পারেননি তিনি। সেখানেই তাঁর স্ত্রী এবং ১৬ বছরের ছেলে রয়েছে। ডিসেম্বর-জানুয়ারি থেকে তিনি দেশেই রয়েছেন, ৮ এপ্রিল ফিরে যাওয়ার কথা ছিল, এরপরই লকডাউন লাগু হয়। বুধবারই (১৫ এপ্রিল) মৃত্যু হয় অভিনেতা রঞ্জিত চৌধুরীর (Ranjit Chowdhury)। মৃত্যুর দুঃসংবাদ প্রকাশে এসেছে বৃহস্পতিবার। পরিবার-পরিজনদের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয়। ঠিক কী কারণে প্রয়াত হয়েছেন অভিনেতা সে বিষয়ে কিছু জানাননি রায়েল।
রঞ্জিতের মৃত্যুতে বলিউডেও নেমেছে শোকের ছায়া। ‘কাঁটে’ ছবির পরিচালক সঞ্জয় গুপ্ত লেখেন, “রেস্ট ইন পিস রঞ্জিত চৌধুরী (Ranjit Chowdhury)। তোমার সঙ্গে ‘কাঁটে’ তে কাজ করার সুযোগ হয়েছিল। যেখানেই থাক সর্বদা হাসিখুশি থেকো।” শোকপ্রকাশ করেছেন, ‘রইস’, ‘লামহা’-র পরিচালক রাহুল ঢোলাকিয়াও। ১৯৭৮ সালে ‘খাট্টামিট্টা’ ছবির মধ্যে দিয়ে বলিউড যাত্রা শুরু হয় রঞ্জিতের। এর পর ‘বাতো বাতো মে’, ‘খুবসুরত’ , ‘কালিয়া’ , ‘বান্ডিট কুইন’ , ‘কামসূত্র’, ‘ফায়ার’-সহ বিভিন্ন ছবিতে অভিনয় করেন তিনি। তাঁর মা পার্ল পদমসিও ছিলেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব।