মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি শহরে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি তিন-তলা বহুতল। ইট-কংক্রিট-সহ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। এছাড়াও আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে অন্ততপক্ষে ২৫ জনকে। তাঁদের মধ্যে একটি ছোট্ট শিশুও রয়েছে। পুলিশ সূত্রের খবর, সোমবার ভোররাতে ভিওয়ান্ডি শহরের প্যাটেল কম্পাউন্ড এলাকায় অবস্থিত একটি তিন-তলা বহুতল ভেঙে পড়ে।
বহুতল ভেঙে পড়ার পর প্রথমে উদ্ধারকাজ চালান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কমপক্ষে ২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন ২০-২৫ জন। খবর পাওয়ার কিছুক্ষনের মধ্যেই চলে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিএরএফ), পুলিশ ও দমকল। ধ্বংসস্তূপের নীচ থেকে একটি শিশুকে উদ্ধার করে এনডিআরএফ। কিন্তু, উদ্ধার হতে থাকে একের পর এক দেহ।থানে পৌর নিগমের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ভিওয়ান্ডি শহরের প্যাটেল কম্পাউন্ড এলাকায় তিন-তলা বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের।