খনি চোরদের রমরমায় অতীষ্ঠ রামনগরের বাসিন্দাদের পথ অবরোধ

অবৈধ কয়লা খনি লাগোয়া অঞ্চলের গ্রামগুলির বাসিন্দাদের আশঙ্কায় জীবনযাপন | খনিতে মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে গোটা এলাকা | কাঁপছে ঘরবাড়ি| ফাটল ধরছে দেওয়ালে | তার উপর আছে অবৈধ খনি শ্রমিকদের ইসিএল কর্মীদের উপর করা রোজের জুলুম | এইসকল কিছুকে সামনে রেখে কুলটি থানার অন্তর্গত রামনগরের গ্রামবাসীরা বুধবার সকালেবারাকর থেকে ডুবুড়ি বাইপাস মুখ্য রাস্তা অবরোধ করে |

গ্রামবাসীরা জানান, দিনের পর দিন কয়লা চোরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রামনগর সেলে । বাড়ছে সেল কর্মীদের উপর অন্যায় অত্যাচার| এই কয়লা চোরেরা রাতের অন্ধকারে এসে কর্মচারীদের উপর মারধর করছে বলে অভিযোগ করেন তিনি| অবৈধভাবে বিস্ফোরণের ফলে বাড়ি ঘর ভেঙ্গে পড়েছে ।

এই সকল কথা সেল কর্তৃপক্ষ বা প্রশাসন শুনছে না| তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন বলে জানান ইন্দ্রজিৎ পাল,হারাধন ঘোষ,সনত কুমার ঘোষ,শুভেন্দু পাল,পঙ্কজ ঘোষ,চন্ডী ঘোষ,রামু পাল, তুফান মণ্ডল, বিট্টু ঘোষ সহ সমস্ত গ্রামবাসী ।

তাদের দাবি প্রশাসন এসে তাদের দাবিগুলো শুনুক এবং তার বিহিত করুক । এই কর্মসূচির আগে মঙ্গলবার রামনগর সেল অফিসে বিক্ষোভ দেখিয়ে স্বারকলিপি জমা দেওয়া হয় বিধায়ক, প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের | ২৪ঘন্টা কেটে গেলেও কোন পদক্ষেপ করেনি কেউ | তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা মিলে রাস্তা অবরোধ করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.