উদ্বোধনের আগেই বদলে যাচ্ছে খড়গপুরে আইআইটির তৈরি হাসপাতালের নাম। বিধানচন্দ্র রায়ের বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হচ্ছে এই হাসপাতাল। নাম পরিবর্তন না করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিচ্ছেন আইআইটির ৫৩জন প্রাক্তনী৷
এ বার আইআইটি খড়্গপুরের সমাবর্তন হবে ২৩ ফেব্রুয়ারি। সেখানে ভার্চুয়াল মাধ্যমে থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিনই আইআইটির ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চের উদ্বোধনও হওয়ার কথা। সেই প্রতিষ্ঠানের নাম বদল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।
বাংলার রূপকার নামে পরিচিত বিধানচন্দ্র রায়ের পরিবর্তে, বিজেপির পূর্বসুরী, জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হাসপাতালের নামকরণের সিদ্ধান্ত ঘিরে, ভোটের মুখে শুরু হয়েছে বিতর্ক। পশ্চিম মেদিনীপুরের বলরামপুরে এই হাসপাতাল তৈরি করেছে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। খড়্গপুরের বলরামপুরে ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ও রিসার্চ নামে ওই সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে তোলা হয়েছে। সেখানে ৭৫০টি শয্যা চালুর কথা থাকলেও আপাতত ৪০০ শয্যা চালু করা হবে। এখনও পর্যন্ত এই প্রকল্পে জমি ছাড়া ২৫০ কোটি টাকা খরচ হয়েছে।
আইআইটির একটি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রে ইউপিএ সরকারের আমলে প্রস্তাবিত এই হাসপাতালটির নাম দেওয়া হয়েছিল বি সি রায় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ও রিসার্চ । কিন্তু সম্প্রতি বোর্ডের বৈঠকে ওই হাসপাতালের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ও রিসার্চ। পরিবর্তিত ওই নামেই নবনির্মিত হাসপাতালের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর।
এই ইস্যুতে বিজেপিকে বিঁধতে ছাড়েনি তৃণমূল৷ পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি জানান, ‘‘ভালো জিনিসকে দলের কুক্ষিগত করে দিতে হবে, এদের উদ্দেশ্য ভালো জিনিসকে নষ্ট করে দেওয়া, কি প্রয়োজন আছে এই নাম পরিবর্তনের, উনি সূক্ষ্ম রাজনীতি চাল দিয়ে সরকারি কাজগুলোকে পরিচালনা করতে চান ৷’’
এদিকে, ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খড়্গপুর আইআইটির নেতাজি অডিটোরিয়ামে সমাবর্তন অনুষ্ঠান চলবে বলে জানা গিয়েছে। সেখানে সদ্য উত্তীর্ণ প্রথম সারির ৭৫ জন পড়ুয়া সশরীরে থাকবেন। এছাড়াও ২১ জনকে পৃথক প্রাক্তনী সম্মান, ৪ জনকে ডিএসসি সম্মান ও ২ জনকে আজীবনের ফেলো সম্মান দেওয়া হবে। বাকি প্রায় ২,৮০০ পড়ুয়াকে ভার্চুয়াল মাধ্যমেই সমাবর্তনে যোগ দিতে হবে।