কয়েকমাস আগেই জনাকয়েক জাতীয়তাবাদী মানুষের উদ্যোগে পথ চলা শুরু হয়েছিল ‛হিন্দু হেঁশেল’-এর। উদ্দেশ্য ছিল প্রত্যন্ত এলাকার অভুক্ত শিশুদের মুখে একদিনের জন্য হলেও ভালো খাবার তুলে দেওয়া। তাদের উদ্যোগেই জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকা ঝাড়গ্রাম, বেলপাহাড়ি ইত্যাদি এলাকায় ইতিমধ্যেই রান্না করা খাবার বিতরণ করেছে হিন্দু হেঁশেল। এবার তাদেরই উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলার ইছাপুরের কিছু অভুক্ত শিশুদের মুখে খাবার তুলে দিলো হিন্দু হেঁশেল।
ইছাপুরের একটি ইটভাটার শ্রমিকদের পরিবারের সন্তান ওই শিশুরা। লক ডাউনে ইটভাটার কাজ বন্ধ। ফলে অনেকে বেছে নিয়েছেন দিন মজুরির কাজ। ফলে অভাব তাদের নিত্যসঙ্গী। ঠিক তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্য ইটভাটায় রান্না করা খাবার নিয়ে পৌঁছে গিয়েছিলেন হিন্দু হেঁশেলের সায়ন পাল, সায়ন দাস, অনিকেত দত্তরা। ইটভাটার শিশুদের হাতে তুলে দিলেন রান্না করা খাবার। মেনু ছিল- পোলাও, মুরগির মাংস, দু’রকম মিষ্টি এবং ক্যাডবেরি। পাশাপাশি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেক শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে একটি মাস্ক এবং একটি হ্যান্ড স্যানিটাইজারের বোতল।
হিন্দু হেঁশেলের অন্যতম সায়ন পাল তাদের এই উদ্যোগের বিষয়ে জানালেন যে, মূলত জাতীয়তাবাদী বহু মানুষ তাদের উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি আগামীদিনে আরও বহু অভুক্ত শিশুদের মুখে ভালো খাবার তুলে দেওয়ার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি আশাবাদী যে, আগামীদিনে বহু মানুষ তাদের এই উদ্যোগে পাশে দাঁড়াবেন। মানুষের সাহায্যেই এগিয়ে যাবে ‛হিন্দু হেঁশেল’।