‘তকতে’-র তাণ্ডবে লন্ডভন্ড গুজরাট, ক্ষয়ক্ষতি গোয়া ও মহারাষ্ট্রেও

ঘূর্ণিঝড় ‘তকতে’-র তাণ্ডবে লন্ডভন্ড হল গুজরাট। ব্যাপক ক্ষয়ক্ষতি হল গোয়া ও মহারাষ্ট্রেও। সরকারি সূত্রের খবর, গুজরাটে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে ৩ জনের। ভেঙে পড়েছে প্রচুর গাছ, ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজকোট, ভালসাদ ও ভাবনগর থেকে মৃত্যুর খবর মিলেছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গুজরাটের রাজকোটে ভেঙে পড়ে প্রচুর গাছ। গুজরাটের আমরেলির রাজুলায় গাছ ভেঙে পড়ার পাশাপাশি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। সুরাটের উধনা এলাকাতেও ভেঙে পড়েছে প্রচুর গাছ। জামনগরেও ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ ভেঙে পড়ায় গুজরাটের সোমনাথ জেলা এবং দিউর মধ্যে সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, ঝড়ের মধ্যেই গাছ সরিয়ে ফেলেন সেনাবাহিনীর জওয়ানরা, পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, “ঘূর্ণিঝড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৪০ হাজার গাছ ভেঙে পড়েছে এবং রাজ্যজুড়ে ১৬,৫০০ কুঁড়েঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে মহারাষ্ট্র ও গোয়াতেও। মুম্বইয়ের কাছে আরব সাগরে এদিন সকালেও জলোছ্বাস দেখা যায়। ভারী বৃষ্টি ও হাওয়ার বেগে মুম্বইয়ের দাহিসার-সহ বিভিন্ন এলাকায় ভেঙে পড়ে গাছ। মহারাষ্ট্রের থানে জেলার লোকাপুরমে মঙ্গলবার ভোররাত ২.১৫ মিনিট নাগাদ একটি সোসাইটির ৫০ ফুট উঁচু প্রাচীর এবং একটি বিল্ডিং স্ট্রিট লাইট পোল ভেঙে পড়ে চারটি গাড়ির উপর। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ঘূর্ণিঝড়ের প্রভাবে ‘পি৩০৫’ নামক একটি বার্জ আরব সাগরে ডুবে যায়। সকাল ৭.৩০ মিনিট পর্যন্ত ২৭৩ জনের মধ্যে ১৪৬ জনকে উদ্ধার করা হয়। ঘূর্ণিঝড়ের সতর্কতার মধ্যে বোম্বে হাই (বর্তমানে মুম্বই হাই নামে পরিচিত, যা তৈল উত্তোলনের ক্ষেত্র) এলাকার হীরা তৈলক্ষেত্র (মুম্বইয়ের দক্ষিণ-পশ্চিমে ৭০ কিলোমিটার দূরে) থেকে গিয়েছিল পি৩০৫ বার্জ। সেই সঙ্গে আরও কয়েকটি বার্জ মাঝসমুদ্রে আটকে আছে। গোয়াতেও ব্যাপক পরিমানে বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। মারগাঁওয়ের কাছে মোন্টে হিল এলাকায় ভেঙে পড়ে বেশ কয়েকটি গাছ।এদিন সকালেই ঘূর্ণিঝড় বিধ্বস্ত রাজ্য-রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাটের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদর ও নগর হাভেলির প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। গান্ধীনগরে এদিন উচ্চপর্যায়ের বৈঠক করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ আহমেদাবাদ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, সুরেন্দ্রনগর থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম অবস্থান করছিল তকতে। আগামী ৩ ঘন্টার মধ্যে আরও দুর্বল হবে তকতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.