ডিসেম্বরের মধ্যেই শ্রমবিধি কার্যকর করতে উদ্যোগী কেন্দ্র

কৃষি বিল তথা আইনের প্রতিবাদে যখন উত্তাল গোটা দেশ, সেই সময় আবার শ্রম বিধি কার্যকর করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র।ডিসেম্বরের মধ্যে চার শ্রমবিধিকে কার্যকর করতে চাইছে কেন্দ্র। এই পথে শ্রম সংস্কারের কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার।

৪৪ টি কেন্দ্রীয় শ্রম আইনের মধ্যে কেন্দ্র বর্তমান পরিস্থিতিতে অপ্রাসঙ্গিক দাবি করে বাতিল করেছে ১৫টিকে। আর এই চারটি শ্রমবিধিতেই বাকি২৯টিকে নিয়ে আসা হচ্ছে।

এরমধ্যে মজুরি বিধি সংসদে পাস হয়েছে গত বছর। আর সম্প্রতি বাকি তিনটি পাস হয়েছে একেবারে বিরোধীদের অনুপস্থিতিতে। এইগুলি হল- শ্রমিক-মালিক সম্পর্ক বিধি,সামাজিক সুরক্ষা বিধি এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিয়তা বিধি।

এদিকে বিভিন্ন শ্রমিক সংগঠন এর বিরোধিতা করেছে। এমনকি সংঘের শ্রমিক সংগঠন বিএমএস সরব হয়েছে এর বিরুদ্ধে। এই বিধি একেবারে শ্রমিক স্বার্থবিরোধী বলে অভিযোগ উঠেছে। এইভাবে একতরফাভাবে মালিক এবং আমলাদের উপর ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে বলে অনেকেই সোচ্চার হয়েছেন।

যদিও এর পাল্টা যুক্তিও রয়েছে। বলা হচ্ছে, এর ফলে ব্যবসা করা সহজ হবে । ‘ইজ অফ ডুইং বিজনেস’ এর ক্রম তালিকায় উপরের দিকে উঠে যাওয়ার যাবে বলে আশা করছে কেন্দ্র। আর সেই লক্ষ্য নিয়েই এই চার বিধি দ্রুত কার্যকর করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.