কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা (DA) বৃদ্ধি নিয়ে বিতর্কের অবসান। অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ বাড়তে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সুত্র মারফত জানা গিয়েছে আগামী ১ জুলাই থেকেই এই বর্ধিত ডিএ মিলবে। তবে এও জানা যায় যে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শেষ সপ্তাহের মধ্যেই। এই সময়ের মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক বৈঠকে বসবে জেসিএম-এর জাতীয় কাউন্সিলের সঙ্গে। কেন্দ্রের প্রতিনিধি ও ন্যাশনাল কাউন্সিল জেসিএম (JSM)-র মধ্যে এই মিটিং ৮ মে ২০২১ ঠিক করা হয়েছিল ৷ তবে করোনা (Corona) সংকটের জেরে তা পিছিয়ে দেওয়া হয় ৷ সেই থেকেই মনে করা হচ্ছিল চলতি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বৈঠক বসবে। এবার সেটাই হতে চলেছে।
করোনা পরিস্থিতির জেরে এতদিন কর্মচারীদের (Central Govt Employee) ডিএ বৃদ্ধি করা হয়নি ৷ কেন্দ্র সরকার (Modi Govt) গত বছরের শুরু থেকে বকেয়া ডিএ-র তিনটি ইনস্টলমেন্ট চলতি বছরের জুন মাস পর্যন্ত আটকে রেখেছে ৷ ফলে এটি কেন্দ্রীয় কর্মীদের পক্ষে বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৭ শতাংশ ডিএ (DA) পাচ্ছেন ৷ এবার সেটা ১১ শতাংশ বাড়িয়ে ২৮ শতাংশ করার সম্ভাবনা রয়েছে ৷ কারণ, জানা যাচ্ছে, মূল্যবৃদ্ধির সূচক অনুসারে , গত বছরে জানুয়ারি থেকে জুন সময়কালের ৩%, জুলাই থেকে ডিসেম্বর সময়কালের ৪% ও ২০২১-এর জানুয়ারি থেকে জুন সময়কালে ৪% ডিএ বৃদ্ধির কথা ছিল। এর জেরে এক লাফে বেতন অনেকটাই বাড়তে চলেছে। উল্লেখ্য, এই মহার্ঘভাতার (DA) ফলে উপকৃত হবেন প্রায় ৬৫ লাখ অবসরপ্রাপ্ত কর্মী এবং ৪৮ লাখ সরকারি কর্মচারী (Govt Employee)।
করোনা সংকট মাথাচাড়া দেওয়ার কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের যে অতিরিক্ত ডিএ দেওয়ার কথা ছিল ২০২০ সালের জানুয়ারি থেকে তা দেওয়া হবে না। অর্থাৎ এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষার অবসান, তাদের বেতন বৃদ্ধির জন্য ঘোষণা হবে সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশ অনুসারে নতুন মহার্ঘ ভাতা বা ডিএ।