উত্তর প্রদেশের গাজিয়াবাদ রেল স্টেশনে আগুন ধরে গেল নিউ দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসের জেনারেটর ও লাগেজ বগিতে। শনিবার সকাল ৬.৪৫ মিনিট নাগাদ নিউ দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসের জেনারেটর কার ও লাগেজ কম্পার্টমেন্টে আগুন লাগে, তৎক্ষণাৎ আলাদা করে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত বগিগুলি। সমস্ত যাত্রীরাই সুরক্ষিত রয়েছেন। আগুন নেভানোর পর সকাল ৮.২০ মিনিট নাগাদ গাজিয়াবাদ স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে রওনা হয় শতাব্দী এক্সপ্রেস।
রেল সূত্রের খবর, শনিবার সকাল ৬.৪১ মিনিট নাগাদ গাজিয়াবাদ স্টেশনে এসে পৌঁছয় শতাব্দী এক্সপ্রেস। ৬.৪৫ মিনিট নাগাদ জেনারেটর বগি থেকে আগুন জ্বলতে দেখা যায়। তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে দেওয়া হয়। দমকল অফিসার সুশীল কুমার জানিয়েছেন, শনিবার সকালে শতাব্দী এক্সপ্রেসের জেনারেটর এবং লাগেজ কম্পার্টমেন্টে আগুন লাগে। তৎক্ষণাৎ ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয় বগিগুলি। দমকলের চারটি ইঞ্জিনের সহায়তায়, জানালার কাঁচ ভেঙে আগুন নিভিয়েছেন দমক্কল কর্মীরা। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
2021-03-20