পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ড এভারেস্টের উচ্চতা কত? এতদিন এই প্রশ্নের উত্তর ছিল-৮ হাজার ৮৪৮ মিটার। কিন্তু, মঙ্গলবারের পর থেকে এই উত্তর দিলে তা পুরোপুরি ভুল হবে। কারণ, মঙ্গলবার নেপাল সরকারের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছে, মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা এখন ৮৮৪৮.৮৬ মিটার। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা নিয়ে কয়েক দশক ধরে বিতর্ক চলছিল, অবশেষে নেপাল সরকার জানিয়ে দিল, মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটারই।
নেপাল ও চিনের যৌথ উদ্যোগে পরিমাপের পর মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা ঘোষণা করা হয়েছে। ২০১১ সাল থেকেই মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপার কাজ করছিল নেপাল। নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গয়ালি জানিয়েছেন, ‘ঐতিহাসিক দিন। মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা হল ৮৮৪৮.৮৬ মিটার।’ একইসঙ্গে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ি জানিয়েছেন, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ড এভারেস্টের উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার।
2020-12-08