কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। অক্সিজেন, প্রতিষেধক, ওষুধ, হাসপাতালের পরিকাঠামো ইত্যাদি নিয়ে বিশদে আলোচনা হয় বৈঠকে।
দেশের পরিস্থিতি রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই হাহাকারের ছবি উঠে আসছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি রাজধানী দিল্লির।
গতকাল দিল্লির বাত্রা হাসপাতালে অক্সিজেনের অভাবে ১২ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। মানসিক চাপ সহ্য করতে না পেরে এক চিকিৎসকের আত্মহত্যার খবরও পাওয়া গিয়েছে।
এমতাবস্থায় কী কী কৌশল নিয়ে এগোলে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে, তা পর্যাচলোচনা করতেই আজ সকালে জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী।