প্রযুক্তিগত ত্রুটির কারণে উত্তর প্রদেশের (Uttar Pradesh) বাঘপত জেলায় (Baghpat District) জরুরি অবতরণ করল ভারতীয় বায়ুসেনার একটি চিতা হেলিকপ্টার। বৃহস্পতিবার সকালে বাঘপত জেলায়, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে জরুরি অবতরণ করে চিতা হেলিকপ্টার। পরে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে থেকে হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারটিকে।
লেহ থেকে করোনাভাইরাসের নমুনা নিয়ে চন্ডীগড় যাচ্ছিল চিতা হেলিকপ্টারটি। যান্ত্রিক অথবা প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায়, কোনও রকম ঝুঁকি নেননি পাইলট। ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতেই হেলিকপ্টার অবতরণ করেন পাইলট। খবর পাওয়া মাত্রই ওই স্থানে পৌঁছন বায়ুসেনার কর্তারা। পরে হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় চিতা হেলিকপ্টারটিকে। প্রসঙ্গত, কোভিড-১৯ মিশনে কাজ করছে বায়ুসেনার চিতা হেলকপ্টার।