৯৮ বছরে জীবনাবসান, প্রয়াত এমডিএইচ মশলার ধরমপাল গুলাটি

মশলা প্রস্তুতকারী ব্র্যান্ড এমডিএইচ মশলার মালিক মহাশয় ধরমপাল গুলাটি প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর। বিগত ৩ সপ্তাহ ধরে দিল্লির মাতা চনন দেবী হাসপাতালে চিকিত্‍‌সা চলছিল ধরমপাল গুলাটির। চিকিৎসকদের যথাসাধ্য চেষ্টা সত্বেও তাঁকে প্রাণে বাঁচানো সম্ভব হল না। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এমডিএইচ মশলার মালিক মহাশয় ধরমপাল গুলাটি।
ধরমপাল সকলের কাছে দাদাজি অথবা মহাশয়জি নামেই পরিচিত ছিলেন। নব্বইয়ের কোঠাতেও নিয়মিত কারখানা, বাজার ও ডিলারদের ঘাঁটিতে তিনি নিয়মিত টহল মারতেন। যতক্ষণ না পণ্যের মনোমত মান ধার্য হচ্ছে, যা তাঁকে সন্তুষ্ট করবে, ততক্ষণ বাড়ির পথে ফেরার কথা চিন্তা করতেন না দাদাজি। সংস্থায় তাঁর মালিকানা ছিল ৮০%। ব্যবসা ছাড়াও বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্পেও অর্থ বিনিয়োগ করেছে এই সংস্থা। এমডিএইচ-এর অনুদানে এ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে ২০টি বিদ্যালয় ও একটি হাসপাতাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.