ধর্ম অবমাননার অভিযোগ, বাংলাদেশে বিতর্কের মুখে দেব অভিনীত ‘কমান্ডো’

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিতর্কের কেন্দ্রে চলে এলেন টলিউডের অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস সাংসদ দেব। তাঁর অভিনীত একটি বাংলাদেশি নির্মাণাধীণ চলচ্চিত্র ঘিরে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। বিবিসি জানাচ্ছে, নির্মাণাধীণ চলচ্চিত্রের নাম কমান্ডো।

এই ছবির টিজার ঘিরে বিতর্ক। ছবির টিজারে ধর্ম অবমাননা করা হয়েছে এমন অভিযোগ উঠতে থাকায় ইউটিউব ও অন্যান্য সামাজিক মাধ্যম থেকে টিজারটি সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসি জানাচ্ছে, কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব অভিনীত বাংলাদেশি সিনেমা ‘কমান্ডো’র টিজার ২৫শে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।

টিজারটি প্রকাশের পরই ধর্ম অবমাননা করা হয়েছে এমন অভিযোগ এনে সমালোচনা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে। ঢাকার পল্লবী এলাকার একটি মসজিদের খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পাতায় টিজারটির সমালোচনা করেন।

তিনি সেখানে টিজারের তিনটি স্ক্রিন শট দিয়ে যুক্তি দেখান, ইসলামকে অবামননা করা হচ্ছে এই টিজারে। তিনি যুক্তি দেন ইসলাম কখনো জঙ্গিও ধর্ম নয়, একই সাথে ধর্মের নামে কেবল ইসলামেই উগ্রতা আর জঙ্গিবাদ আছে এমন নয়, সব ধর্মেই আছে, তাহলে মুভিতে কেনো ইসলাম আর কলেমার পতাকারই শুধু ব্যবহার?

কমান্ডো সিনেমার প্রযোজক সেলিম খান জানিয়েছেন, যখনই তিনি দেখেছেন এটা নিয়ে বিতর্ক হচ্ছে তখনি টিজারটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি। তিনি বলেন জঙ্গিবাদ সরকার কীভাবে দমন করছে সেটাই সিনেমায় দেখানো হয়েছে”।

তিনি আরও বলেন “টিজারটি কলকাতা থেকে সিনেমার অভিনেতা দেব ,তিনি আপলোড করেন। আমি তাকে জানাই এটা নিয়ে আমার দেশে সমস্যা হচ্ছে, তিনি টিজারটা সরিয়ে ফেলেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.