ঘূর্ণিঝড় ‘তকতে’-র তাণ্ডবে মুম্বই উপকূলের কাছে আরব সাগরে বার্জ ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬১। ময়নাতদন্ত এবং অন্যান্য ফর্মালিটির পর ২৬টি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বহু দেহে এতটাই পচন ধরে গিয়েছে, যে দেহগুলি শনাক্ত করতেই পারছেন না পরিবারের সদস্য অথবা পুলিশ কর্মীরা।
শনিবার মুম্বই পুলিশ জানিয়েছে, পি-৩০৫ বার্জ ডুবে যাওয়ার ঘটনায় ৬১টি দেহ উদ্ধার করা হয়েছে। জে জে হাসপাতালে ময়নাতদন্ত এবং অন্যান্য ফর্মালিটির পর পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে ২৬টি দেহ। মুম্বই পুলিশ আরও জানিয়েছে, বহু দেহে পচন ধরে গিয়েছে এবং শনাক্ত করা সম্ভব হচ্ছে না। মৃতদেহগুলি শনাক্ত করার জন্য পরিজনদের ডিএনএ নমুনা মিলিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, ‘তকতে’-র সতর্কতার মধ্যেই মুম্বই উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে বোম্বে হাই এলাকার হীরা তৈলক্ষেত্রে গিয়েছিল পি-৩০৫ বার্জ। বার্জটিতে ২৭৩ জন ছিলেন। সঙ্গে ছিল ছোট ভেসেলও।
2021-05-22