জম্মু-কাশ্মীরে ডিডিসি নির্বাচন শুরু, প্রথম দফায় ২৯৬ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা

কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে জম্মু ও কাশ্মীরে শুরু হয়ে গেল জেলা উন্নয়ন পর্ষদ (ডিডিসি)-এর নির্বাচন। শনিবার সকাল সাতটা থেকে জেলা উন্নয়ন পর্ষদ (ডিডিসি) নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে দুপুর দু’টো পর্যন্ত। এদিনই পঞ্চায়েত উপ-নির্বাচনও হচ্ছে। ডিডিসি নির্বাচনের প্রথম দফায় ৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে-কাশ্মীরে ২৫টি এবং জম্মুতে ১৮টি। রাজ্যের নির্বাচন কমিশনার কে কে শর্মা জানিয়েছেন, মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২,১৪৬টি। ভোটারের সংখ্যা প্রায় ৭ লক্ষ।
ডিডিসি নির্বাচনের প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯৬ জন প্রার্থী, কাশ্মীরে ১৭২ জন এবং জম্মুতে ১২৪ জন প্রার্থী। সবমিলিয়ে এদিন ১,৪২৭ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে, তার মধ্যে পঞ্চায়েত এবং সরপঞ্চও রয়েছে। মোট ৮ দফায় ২৮০ জন ডিডিসি সদস্যরা নির্বাচিত হবেন। ভোটগ্রহণ শেষ হবে আগামী ১৯ ডিসেম্বর। ভোটগণনা হবে ২২ ডিসেম্বর। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ এবং ৩৫ এ ধারা রদ হওয়ার পর এটাই প্রথম নির্বাচন। ভোটগ্রহণ ঘিরে যাতে কোনও রকম অপ্রতিকর ঘটনা না ঘটে তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রবল ঠাণ্ডাকে উপেক্ষা করে সকাল সকাল ভোট দিয়েছেন বহু ভোটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.