কোভিড চিকিৎসার খরচ ১০ লক্ষ! হাসপাতালের লাগামছাড়া বিল নিয়ে সরব শ্রীলেখা মিত্র

করোনা চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলি আকাশ ছোঁয়া বিল ফেঁদে বসছে। যা মেটাতে গিয়ে প্রায় নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষদের। উপরন্তু রোগী ‘রেফার’ করার চক্রে পড়ে হয়রানির শিকারও হতে হচ্ছে! দিন কয়েক আগেই সরকারি হাসপাতালের রেফার কাণ্ডের জন্য প্রাণ গিয়েছে দুই রোগীর। উপরন্তু দিনের পর দিন করোনা চিকিৎসার জন্য মাত্রাতিরিক্ত বিলের বোঝা চাপিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলো, এধরনের বিভিন্ন ঘটনা চতুর্দিক থেকেই শোনা যাচ্ছে বর্তমানে। রবিবার সেসব বিষয় নিয়েই প্রতিবাদে সরব হলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

ফেসবুকে একটি পোস্ট করে নিজস্ব ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। সংশ্লিষ্ট বিষয়ে তাঁর মতামতের জন্য ফোনে ধরা হলে কোনওরকম রাখঢাক না করেই স্পষ্ট প্রতিবাদ শ্রীলেখার। রাজ্য হোক কিংবা কেন্দ্রীয় সরকার, সাধারণ মানুষের কথা ভেবে কাউকেই রেয়াত করেন না তিনি।

শ্রীলেখার মন্তব্য, “আগে বলা হয়েছিল, আমাদের দেশে নাকি চিকিৎসা ফ্রি! তা ফ্রিয়ের নমুনা কি এটা? তাহলে আমার করোনা হলেও ওই নির্দেশ মতোই আমিও দরজা-জানালা খুলে বাড়িতে বসে থাকব। দেশে দেশে যেরকম যুদ্ধ হয়, সেরকম এটাও তো একধরণের যড়যন্ত্রই। ভোগান্তিটা তো সাধারণ মানুষদেরই হয়। কে ভাবে তাদের কথা? এই কিছুদিন পরেই তো আমরা ঘটা করে স্বাধীনতা দিবস পালন করব। আমার মনে হয় না, এই দিনটা দেখার জন্য আমাদের পূর্বপুরুষেরা স্বার্থত্যাগ করে বলিদান দিয়েছিলেন। আজকের দিনে। আজকের এই দেশের জন্য আমার কোনও দেশাত্মবোধ নেই। দরিদ্রদের পরিস্থিতি সেই একইরকম রয়ে গিয়েছে। যারা ধান্দাবাজ, তারা আরও বেশি করে নিজেদের স্বার্থসিদ্ধি করছে।” দেশের স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও ক্ষোভ, আক্ষেপ শোনা যায় অভিনেত্রীর গলায়।

https://www.facebook.com/sreelekha.mitra.7/posts/10218904905358426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.