সকলকে রীতিমতো চমকে দিলেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। নিজের পাটনার সরকারি বাসভবনকে কোভিড কেয়ার সেন্টারে পরিবর্তিত করলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর এই নেতা। এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যেই পাবেন করোনা-রোগীরা। পাশাপাশি নীতীশ কুমার সরকারকে লিখিতভাবে তেজস্বী অনুরোধ জানিয়েছেন, এই কোভিড কেয়ার সেন্টারকে সরকারি সার্ভিসের অন্তর্ভুক্ত করার জন্য।
বিহারে করোনার বাড়বাড়ন্ত অব্যাহত। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডের সংক্রমণ, বহু হাসপাতালে করোনা-রোগীদের জন্য পর্যাপ্ত বেড নেই। তাই নিজের পাটনার সরকারি বাসভবনকেই কোভিড কেয়ার সেন্টারে পরিবর্তিত করলেন তেজস্বী যাদব। প্রয়োজন মতো বেডের ব্যবস্থা করা হয়েছে কোভিড কেয়ার সেন্টারে। অক্সিজেন সিলিন্ডার ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে। তেজস্বীর মতে, এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যেই পাবেন করোনা-রোগীরা।
2021-05-19