মাদক মামলায় বড় স্বস্তি, জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিং ও স্বামী হর্ষ

মাদক মামলায় জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh) এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiyaa)। সোমবার মুম্বইয়ের NDPS আদালত দু’জনের জামিন মঞ্জুর করল। শোনা গিয়েছে, ভারতী এবং হর্ষের কাছ থেকে খুব কম পরিমাণ অর্থাৎ মাত্র ৮৬.৫ গ্রাম মতো গাঁজা উদ্ধার হয়েছে। সেই কারণেই ১৫ হাজার টাকা বন্ডের বিনিময়ের দু’জনের জামিন মঞ্জুর করা হল। আপাতত আগামী কয়েকদিন অবশ্য বাড়ির নিকটস্থ থানায় গিয়ে নিয়মিত হাজিরা দিতে হবে কমেডিয়ান ও তাঁর স্বামীকে।

শনিবারই জানা যায়, ভারতী ও হর্ষের বাড়ি ও প্রযোজনা সংস্থার অফিসে তল্লাশি চালান NCB’র তদন্তকারী আধিকারিকরা। সব মিলিয়ে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তারপরই সমন পাঠানো হয় দু’জনকে। NCB দপ্তরে পৌঁছতেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। আধিকারিকদের কড়া প্রশ্নের মুখে পড়ে গাঁজা সেবনের কথা স্বীকার করেন ভারতী ও হর্ষ। তারপরই গ্রেপ্তার করা হয় ভারতীকে। আরও কিছু প্রশ্ন-উত্তরের পর ‘হাতকড়া’ পড়ে হর্ষের হাতেও। NCB জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানান, ভারতী ও হর্ষ শুধু মাদক সেবন করেন, পাচারের সঙ্গে যুক্ত নন। তাঁদের ও তাই পাচারকারীকে কিলা কোর্টে পেশ করা হয় রবিবার দুপুরে। সেখানেই বিচারপতি ভারতী ও হর্ষকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। তারপরই জামিনের আবেদন জানান হিন্দি টেলিভিশনের তারকা দম্পতি। সেই আবেদনের শুনানি সোমবার দুপুরে হয়। ভারতী ও হর্ষকে সাময়িক স্বস্তি দিয়ে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে আদালত। এরই মধ্যে মাদক অভিযানে যাওয়া NCB’র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে ও তাঁর টিমের উপর হামলা করার অভিযোগে তিন অভিযুক্তকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.