চলতি বছরে সংসদের বাজেট অধিবেশন চলবে ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০২১-২২ সালের বাজেট পেশ করবেন। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে মন্ত্রিসভার সংসদীয় বিষয়ক সমিতির বৈঠক বসে। উক্ত বৈঠকে ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশন করার প্রস্তাব দেওয়া হয়। ২৯ জানুয়ারি সংসদের সেন্ট্রাল হলে উভয় কক্ষের সাংসদদের সামনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পয়লা ফেব্রুয়ারি মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের তৃতীয় কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে।এই বাজেট ভারতীয় অর্থনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বাজেট পেশের আগে গত বছরের ১৪ ডিসেম্বর থেকে পরিকাঠামো, বিদ্যুৎ ও জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা করে পরামর্শ গ্রহণ করে চলেছেন অর্থমন্ত্রী। মনে করা হচ্ছে এই আলোচনার ওপর ভিত্তি করেই বাজেট তৈরি করা হবে। উল্লেখ করা যেতে পারে, একদিকে জিডিপির ঐতিহাসিক পতন অন্যদিকে মহামারীর জেরে দেশজুড়ে আর্থিক মন্দার সামনে দাঁড়িয়ে এক অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। করোনা-উত্তর ভারতের ভবিষ্যৎ ঠিক করে দেবে এই বাজেট বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
2021-01-05