অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পূজার নির্ঘন্ট নির্ধারণ করা হল।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)উপস্থিতিতে ৫ আগস্ট ভূমি পূজা হবে। তিন ঘণ্টার এই কার্যক্রমে যোগ দেওয়া ছাড়াও অযোধ্যার হানুমানগড়ি মন্দির দর্শন করবেন প্রধানমন্ত্রী।এর আগে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল শনিবার সার্কিট হাউসে।বৈঠকে অযোধ্যায় ভূমি পূজার নির্ঘন্ট ৩ থেকে ৫ আগস্টের মধ্যে রাখার পরামর্শ প্রধানমন্ত্রীর দফতরকে দেওয়া হয়েছিল।ভূমি পূজার দিন প্রধানমন্ত্রী যাতে উপস্থিত থাকে সেই জন্য তাকে আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছিল।অবশেষে নির্ধারিত হল ভূমি পূজার নির্ঘন্ট। প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক হয়েছিল।বৈঠক শেষে চম্পত রাই জানিয়েছিলেন যে নির্মাণ প্রক্রিয়া শুরু হওয়ার দিন থেকে তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে সুবৃহৎ রাম মন্দির নির্মাণ করতে। লারসেন এন্ড টিউব্র এই মন্দির নির্মাণ করবে।সম্পুরা মার্বেলের পাথর দিয়ে মন্দিরটি নির্মিত করা হবে।ইতিমধ্যেই মাটির নমুনা সংগ্রহ করা গিয়েছে।তার ওপর ভিত্তি করেই মন্দিরের নকশা বানানো হবে। মন্দিরের শিখরগুলির উচ্চতা ১৬১ মিটার উঁচু হবে।তিনটি জায়গায় পাঁচটি গম্বুজ হবে।অর্থ সাহায্য আসবে দেশের চার লক্ষ জায়গায় ১০ কোটি পরিবারের তরফ থেকে।
2020-07-19