সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্যে তিন দিন লকডাউনের ঘোষণা করা হয়েছে। আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার, শনিবার ও আগামী সপ্তাহের বুধবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে।
এবার ব্যাংক বন্ধ রাখা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হল। নির্দিষ্ট এই তিনদিনই ব্যাংক বন্ধ রাখা হবে।
এমনিতে নতুন এই লকডাউন ঘোষণা হওয়ার পরই ব্যাংকের নিরাপত্তার কথা মাথায় রেখেও ব্যাংক খোলার ক্ষেত্রে নিয়মে কিছু বদল আনা হয়। জানানো হয় যে আপাতত শনি ও রবি দু’দিন করেই ব্যাংক বন্ধ থাকবে।
একাধিক ব্যাংকের কর্মী-অফিসারেরা করোনা আক্রান্ত হয়েছেন। তাই এবার সিদ্ধান্ত নেওয়া হল।
আগেই ঘোষণা হয়েছে যে, এবার থেকে রাজ্যে সমস্ত ব্যাংক খোলা থাকবে সপ্তাহে পাঁচ দিন। শনি ও রবি দু’দিন ছুটি থাকবে। এছাড়া, ১০ টা থেকে ২ টো পর্যন্ত ব্যাংকের পরিষেবা পাবেন গ্রাহকেরা।
সোমবার নবান্নের তরফে জানানো হয়, বাংলার সরকারি এবং বেসরকারি সমস্ত ব্যাংক এবার থেকে শনি ও রবিবার বন্ধ থাকবে। সপ্তাহে মোট পাঁচদিন ব্যাংকের কাজ হবে। এর আগে মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহের শনিবার ছুটি পেতেন কর্মীরা। তবে এবার প্রতি সপ্তাহেই পাঁচদিন করে কাজ হবে। একইসঙ্গে গ্রাহক পরিষেবার সময়ও কমিয়ে দেওয়া হল। এখন থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরিষেবা পাবেন গ্রাহকরা।
এবার তিন দিন ব্যাংক সম্পূর্ণ বন্ধ থাকার নির্দেশ জারি হল।