উৎসবের মাস। কিন্তু মানুষের প্রয়োজন তো থেমে থাকে না। তাই আগে থাকতেই হাতে টাকা রাখা ভাল। কারণ অক্টোবর মাসে ১৪দিন অর্থাৎ প্রায় অর্ধেক মাসই বন্ধ থাকবে ব্যাংক। এরই সঙ্গে আশঙ্কা থাকছে এটিএমও কাজ না করার। অর্থাৎ ব্যাংক বন্ধ থাকার দিনগুলোতে এটিএম থেকে টাকা নাও পেতে পারেন।
এই ছুটির দিনগুলোর মধ্যেই পড়ছে দ্বিতীয় ও চতুর্থ শনিবার, রবিবারগুলিও। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবের দিনে ছুটি রাখা হয়েছে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলিতে। জেনে নিন কোন কোন দিন যেতে পারবেন না আপনার নিকটবর্তী ব্যাংকে।
১. ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী (সব রাজ্য)
২. ৪ঠা অক্টোবর রবিবার
৩. ৮ই অক্টোবর চেল্লাম (সংশ্লিষ্ট রাজ্য)
৪. ১০ই অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার
৫. ১১ই অক্টোবর রবিবার
৬. ১৭ই অক্টোবর কাটি বিহু (অসম)
৭. ১৮ই অক্টোবর রবিবার
৮. ২৩শে অক্টোবর মহা সপ্তমী
৯. ২৪শে অক্টোবর মহা অষ্টমী
১০. ২৫শে অক্টোবর রবিবার
১১. ২৬শে অক্টোবর বিজয়া দশমী
১২. ২৯শে অক্টোবর মিলাদ এ শরিফ (সংশ্লিষ্ট রাজ্য)
১৩. ৩০শে অক্টোবর ইদ এ মিলাদ (সংশ্লিষ্ট রাজ্য)
১৪. ৩১শে অক্টোবর মহর্ষি বাল্মিকী, সর্দার প্যাটেল জয়ন্তী (সংশ্লিষ্ট রাজ্য)
এই দিনগুলিতে ব্যাংকে গিয়েও ফিরে আসতে হবে গ্রাহকদের। কারণ ব্যাংক বন্ধ থাকবে। তবে একটি বিষয় জেনে রাখা ভালো। এই দিনগুলিতে এটিএম থেকেও টাকা না পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকছে। তাই সতর্ক থাকুন।