দেশ জুড়ে দু’দিনব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিনেও বিপুল সাড়া মিলেছে। কলকাতা থেকে বেঙ্গালুরু, মুম্বই থেকে চেন্নাই-দেশের সর্বত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সব শাখা এদিনও বন্ধ ছিল। কাজ হয়নি বেসরকারি এবং বিদেশি ব্যাঙ্কগুলির সিংহভাগ শাখাতেও। প্রায় একই ছবি দেখা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তেও। এটিএম বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে সাধারণ মানুষের। ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে দু’দিনের এই ধর্মঘট ডেকেছে এই শিল্পের কর্মী এবং অফিসারদের ন’টি ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স।
ব্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিন, সোমবার ব্যাঙ্কের কর্মী-অফিসাররা ধর্মঘটে স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দিয়েছিলেন। হাসপাতাল-সহ কিছু অত্যাবশ্যক ক্ষেত্রের এটিএম-কে ছাড় দেওয়া হলেও, অধিকাংশ এটিএম বন্ধ ছিল। ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় দিন মঙ্গলবারও একই ছবি ধরা পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শিলিগুড়ি, মহারাষ্ট্রের মুম্বই থেকে থানে, তামিলনাড়ুর চেন্নাই থেকে মাদুরাই-সর্বত্রই কাজে যোগ না দিয়ে ধর্মঘট পালন করেছেন ব্যাঙ্ক কর্মীরা।
2021-03-16