করোনা সংক্রমণ বৃদ্ধি ও এর ফলে প্রাণহানি বেড়ে যাওয়ায় ইংল্যান্ড ছাড়া গোটা ইউরোপ ও অন্যান্য অঞ্চলের ১২টি দেশ থেকে বিমানপথে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানিয়েছে, যাওয়ায় ইংল্যান্ড ছাড়া গোটা ইউরোপের অন্যান্য অঞ্চল এবং আরও ১২টি দেশ – আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক, উরুগুয়ের থেকে আগামী ৩ এপ্রিল কোনও যাত্রী বাংলাদেশে আসতে পারবে না । আগামী ১৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছর বেশ কিছুদিন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ ছিল। মার্চের মাঝামাঝি করোনা সংক্রমণ আবারও বেড়ে যায়। এমতাবস্থায় ইউরোপ ও ১২ দেশ থেকে বিমানে যাত্রী পরিবহন নিষেধাজ্ঞা দিল বেবিচক। তবে ইউরোপের ব্রিটেন এ নিষেধাজ্ঞার আওতায় নেই।
2021-04-01