সমগ্র ভারত রামময়, সরযূ নদীর তীরে স্বর্ণযুগের সূচনা : প্রধানমন্ত্রী

জয় সিয়া রাম‘-প্রধানমন্ত্রীর ধ্বনিতে মুখরিত হয়ে উঠল অযোধ্যার রাম জন্মভূমিস্থল। প্রধানমন্ত্রী জানালেন, শুধুমাত্র অযোধ্যা নয়, গোটা দেশ এখন রামময়, রোমাঞ্চিত। পৃথিবীর সর্বত্র রামের ধ্বনি শোনা যাচ্ছে। বুধবার উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের শিল্যানাসের পর এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ‘‘বহু দিনের প্রতীক্ষা শেষ। এত দিন তাঁবুতে মাথা গুঁজে ছিলেন রামলাল্লা। এ বার তাঁর জন্য সুবিশাল মন্দির নির্মিত হবে। বহু শতক ধরে যে ভাঙা-গড়ার খেলা চলে আসছে, রামজন্মভূমি তা থেকে মুক্ত হল। সরযূ নদীর তীরে সূচনা হল স্বর্ণযুগের।’’
দীর্ঘ ২৯ বছর পর এ দিনই অযোধ্যায় পা রাখেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, ‘‘সারা দেশ স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিল। মন্দিরের জন্যও অনেকে বলিদান দিয়েছে। এত দিনে অপেক্ষা শেষ হল। ১৫ আগস্ট যেমন স্বাধীনতার প্রতীক। আজকের দিনটি তেমনই ত্যাগ, সঙ্কল্প ও সংঘর্ষের প্রতীক।’’


শুধু মাত্র ভারতেই নয়, গোটা পৃথিবীতে এখন ভগবান রামের জয়ধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “গোটা দেশ রামময়, রোমাঞ্চিত। পৃথিবীর সর্বত্র রামের ধ্বনি শোনা যাচ্ছে। এই রামমন্দির আমাদের সংস্কৃতির আধুনিক প্রতীক। আমাদের রাষ্ট্রীয় ভাবনার প্রতীক। সারা পৃথিবীর মানুষ এখানে আসবেন। এই মন্দিরের মাধ্যমে বর্তমানের সঙ্গে অতীতের যোগসূত্র স্থাপিত হবে।’’ প্রধানমন্ত্রী আরও বলরন, ‘‘রাম আমাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। আমাদের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন উনি। প্রভুর কী অদ্ভূত শক্তি দেখুন, ইমারত নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তাতেও কিছু হয়নি। রামের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার সবরকম চেষ্টা হয়েছিল, কিন্তু আমাদের মন জুড়ে রয়েছেন রাম। আমাদের সংস্কৃতির আধার তিনি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.