বড় সিদ্ধান্ত কেন্দ্রের। বিশেষ ক্ষেত্রে ২৪ সপ্তাহের পর গর্ভপাত বৈধ এই মর্মে বিল পাশ হল রাজ্যসভায়। ধ্বনি ভোটে পাশ হয়ে গেল মেডিকাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২০ (Medical Termination of Pregnancy)। মঙ্গলবার এই বিল পাশ করে রাজ্যসভা।
বিলে জানানো হয়েছে বিশেষ ক্ষেত্রেই এই পদ্ধতি কার্যকর হবে। সেই ক্ষেত্রগুলির পরিস্থিতি বিচার করবে বিশেষ মেডিকাল বোর্ড। গর্ভস্থ ভ্রূণের কোন শারীরিক অস্বাভাবিকতায় এই আইন প্রযোজ্য করা যাবে, তা নির্ধারণ করবেন চিকিৎসকরা। সংশ্লিষ্ট রাজ্যের চিকিৎসকদের বিশেষ মেডিকাল বোর্ড এই সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।
২০২০ সালের মার্চ মাসে লোকসভায় এই বিলটি পাশ হয়েছিল। মঙ্গলবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং জানান, বিলটি রাজ্যসভার সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি উঠেছিল। তবে তা ধ্বনি ভোটে নস্যাৎ করে দেওয়া হয়। এছাড়াও বিলে কিছু সংশোধনী আনার কথা বলা হয়েছিল, যা ভোটাভুটিতে বাতিল হয়ে যায়।
কেন্দ্র জানিয়েছে গর্ভনিরোধক ওষুধ কাজ না করার কারণে গর্ভসঞ্চার হওয়ায় যদি গর্ভপাতের প্রয়োজন হয়, তবে এবার থেকে যে কোনও মহিলা এবং তাঁর সঙ্গী আইনসঙ্গতভাবে তা করতে পারবেন। এতদিন কেবল বিবাহিত মহিলা এবং তাঁর স্বামীই ওষুধ কাজ না করার কারণে আইনতভাবে গর্ভপাত করাতে পারতেন। এই বিলে গর্ভপাতের সময়সীমা বাড়িয়ে ২০ সপ্তাহ থেকে ২৪ সপ্তাহ করা হয়েছে।
উল্লেখ্য গর্ভধারণের ১২ সপ্তাহের মধ্যে একজন চিকিৎসকের অনুমতি নিয়ে গর্ভপাত করানোর সিদ্ধান্ত নেওয়া যায়। ১২ সপ্তাহের বেশি হলে, সেখানে ২জন চিকিৎসকের অনুমতি লাগে। এবার থেকে সেই সপ্তাহের সময়সীমা বাড়ল। ২০ সপ্তাহের মধ্যে গর্ভপাতের জন্য একজন বিশেষজ্ঞ ও ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাতের জন্য দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন বলে জানানো হয়েছে।
রাজ্যসভায় মঙ্গলবার পাশ হওয়া মেডিকাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি (অ্যামেন্ডমেন্ট) বিলে জানানো হয়েছে, বিশেষ শ্রেণির মহিলাদের গর্ভপাতের অনুমতি দেওয়া যাবে। এরজন্য সর্বোচ্চ সীমা ২৪ সপ্তাহ পর্যন্ত বাড়ানো যাবে। ধর্ষণের ফলে অন্ত:সত্ত্বা, নাবালিকা এবং বিশেষ ভাবে সক্ষম মহিলাদের এই আইনের মাধ্যমে সাহায্য করা সম্ভব বলে মনে করছে কেন্দ্র।