বাংলার তরুণ প্রজন্মের মনে বিকৃতি ঢুকিয়ে জিতে গেল রোদ্দুর রায়

বুকে পিঠে কদর্য ভাষা; ধরা পড়ে গেল পড়ুয়ারা। রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব; বদলে গিয়েছে বিতর্কে। রাজ্য জুড়ে উঠেছে ছি ছি রব। ছবিতে দেখা যাচ্ছে; কারও পিঠে লেখা রোদ্দুর রায়ের বিতর্কিত রবীন্দ্রসংগীতের লাইন। তো কারও বুকে অশ্লীল গালিগালাজ। আর এসব নিয়েই, শহরের ঐতিহ্যবহনকারী শিক্ষা প্রতিষ্ঠান; কাল থেকেই রয়েছে খবরের শিরোণামে। রাস্তায় ঘাটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধুই রবীন্দ্রভারতী। এমন ঘটনার পরই; অভিযুক্তদের সন্ধানে খোঁজ শুরু করেছিল; বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে সেই ছ-জনের চারজনকে খুঁজে পাওয়া গেল শুক্রবার। বাংলার তরুণ প্রজন্মের মনে; বিকৃতি ঢুকিয়ে জিতে গেল সেই রোদ্দুর রায়ই।

বৃহস্পতিবারই রবীন্দ্রভারতীতে ছিল দোল উৎসব। বিশ্ববিদ্যালয় তো বটেই; প্রতিবছরের মত এবছরও বাইরের মানুষও; এসে ভিড় জমান ক্যাম্পাসে। সেদিন বিকেল থেকেই; নেট দুনিয়ায় একটি ছবি ভাইরাল হয়ে পড়ে। যেখানে চারজন মেয়েকে হলুদ শাড়ি পরে; পেছন ফিরে থাকতে দেখা গিয়েছে। তাদের পিঠে আবীর দিয়ে বড় বড় অক্ষরে লেখা; রোদ্দুর রায়ের বিখ্যাত বিকৃত গান; ‘ বাঁ. চাঁদ উঠেছিল গগনে’। সেই গানেই বিতর্কিত ভাষায় লেখা; নানান গালি-গালাজ।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মত; সম্মানীয় এক শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা কি করে ঘটল; তা নিয়ে হতবাক শিক্ষামহল। এই ঘটনার কড়া নিন্দায় সরব হন; চিত্র পরিচালক গৌতম ঘোষ থেকে সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন। ঘটনার তীব্র নিন্দা করে সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন জানান; সামনের বছর থেকে বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া উচিৎ।

রোদ্দুর রায়! বিচিত্র একটা চরিত্র! আসলে এই মানুষটাকে বিচিত্র; বিতর্কিত বললেও কম বলা হয়। ফেসবুকে ও ইউটিউবে উদ্ভট সব ভিডিও বানায়। রবীন্দ্রসঙ্গীতের ভুতুড়ে সব ভার্সন বানায়। নিজের মত সুর করেন; উল্টো-পাল্টা সব শব্দ ব্যবহার করে। গালিগালাজ থাকে সেই গানের ভাষায়। আবার সেসব গান সে নিজেই গায়। এরপর ছেড়ে দেয় ফেসবুকে।

স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা; বিপুল উৎসাহ নিয়ে সেসব ভিডিও দেখেন, শেয়ার করেন। আর তারপর সেই গান; ভাইরাল হওয়া ঠ্যাকায় কে! বিশেষ করে তার ‘যেতে যেতে পথে, পূর্ণিমা রাতে; চাঁদ উঠেছিল’ গানের প্যারোডি ভার্সনটা; এতটাই জনপ্রিয় হয়েছে যে বলার বাইরে! আর সেই গানের লাইন; এবার সুন্দরী ছাত্রীদের ব্লাউজের খোলা পিঠে; ‘ বাঁ. চাঁদ উঠেছিল গগনে’।

বাংলা ভাষায় যারা ফেসবুক ব্যবহার করেন; তাদের কাছে এটা খুব পরিচিত একটা নাম; রোদ্দুর রায়। এককথায় সে ইন্টারনেটের সেনসেশন। আর তার সৃষ্টি সেই গালিগালাজের গান; এখন ছাত্র ছাত্রীদের মুখে মুখে। তার গানেই হয়; কলেজের নবীন বরণের নাচা গানা। ‘যেতে যেতে পথে, পূর্ণিমা রাতে; চাঁদ উঠেছিল’; এখন রবীন্দ্রসঙ্গীত এর চেয়েও বেশি বিখ্যাত। আর বাংলার তরুণ প্রজন্মের মনে বিকৃতি ঢুকিয়ে; জিতে গেল রোদ্দুর রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.